ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মৌসুম শেষ রোবেনের!

প্রকাশিত: ০৬:২৫, ১ মে ২০১৫

মৌসুম শেষ রোবেনের!

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের শেষ প্রান্তে চলে এসেছে ইউরোপের সব লীগ। ইতোমধ্যেই জার্মান বুন্দেসলিগা জয় হয়ে গেছে বেয়ার্ন মিউনিখের। কিন্তু লীগে বিচ্ছিরি অবস্থায় থাকা বরুসিয়া ডর্টমুন্ডের কাছেই জার্মান কাপের সেমিফাইনালে হেরে এবারও ট্রেবল জয় হচ্ছে না বাভারিয়ানদের। এর পেছনে দলের ইনজুরি সমস্যাটাই বড় কারণ হয়ে দেখা দিয়েছে। দলের অন্যতম তিন ভরসা ফ্র্যাঙ্ক রিবেরি, আরিয়েন রোবেন ও ডেভিড আলাবা। এ তিনজনই ইনজুরির কারণে খেলতে পারছেন না। নতুন করে আবার আরেক তরুণ স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কিও ইনজুরিতে পড়েছেন। গালের হাড়ে চিড় ধরেছে তার। ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে রোবেন আর ফিরতে পারছেন না চলতি মৌসুমে। সবমিলিয়ে বেশ সমস্যায় পড়েছে বেয়ার্ন। চ্যাম্পিয়ন্স লীগের সেমিতে শক্তিশালী বার্সিলোনার বিরুদ্ধে নামার আগে তাই দুর্বল হয়ে পড়েছে বেয়ার্ন শিবির। দলের অধিনায়ক ফিলিপ লাম চাইছেন ইনজুরি থেকে দ্রুত ফিরে আসুন তিন ফুটবলার। ডর্টমুন্ডের বিরুদ্ধে ১৬ মিনিটের জন্য নেমেছিলেন রোবেন। কিন্তু মাঠ ছেড়েছেন আরও বাজেভাবে। ইনজুরি কাটিয়ে ফিটনেস ঘাটতি থাকলেও তাকে নামিয়ে ভালভাবে ফেরানোর একটা চিন্তা ছিল বাভারিয়ানদের। কিন্তু রিবেরি ফিরেই আবার কাফ মাসলের একটি পেশি ছিঁড়ে যাওয়ায় মাঠ ছাড়েন ক্রাচে ভর দিয়ে। পরে বেয়ার্ন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এ মৌসুমে আর মাঠে ফেরা হচ্ছে না ৩১ বছর বয়সী এ ডাচ্ তারকার। একই ম্যাচে লেভানডোস্কি গোল করেছেন নির্ধারিত সময়ের খেলায়। কিন্তু তিনিও বেশ বড় আঘাত পেয়েছেন চোয়ালে। পরে পরীক্ষার করে দেখা গেছে তার গালের হাড়ে চিড় ধরেছে। অতিরিক্ত সময়ের খেলায় গোল মুখে বল নিয়ে ঢোকার সময় ডর্টমুন্ড গোলরক্ষক মিচেল ল্যাঙ্গেরকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি চোয়ালে এ আঘাত পান। চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৩ গোল করেছেন এ পোলিশ তারকা। লেভানডোস্কির বিষয়ে তার এজেন্ট মাইক বার্থেল বলেন, ‘সৌভাগ্যক্রমে তার চোয়াল ভাঙ্গেনি।’ তবে ২৬ বছর বয়সী এ পোলিশ তারকা আগামী ৬ মে বার্সার বিরুদ্ধে প্রথম লেগে ন্যুক্যাম্পে মাস্ক পড়েই মাঠে নামতে পারেন। আর ১২ মে মিউনিখে দ্বিতীয় লেগে ভালভাবেই ফিরবেন বলে আশা করছে বাভারিয়ান শিবির। সম্প্রতি ম্যাচগুলোয় রিবেরি, রোবেন ও আলাবা খেলতে পারেননি বাভারিয়ানদের হয়ে। লীগ শিরোপা পাওয়ার ক্ষেত্রে হার্থা বার্লিনের বিরুদ্ধে অবশ্যই জয় প্রয়োজন ছিল। সেটা তুলে নিয়েছে বেয়ার্ন। তবে ওই ম্যাচেও বাভারিয়ান শিবিরে অনুপস্থিত ছিলেন এ ত্রয়ী।
×