ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এই সময়ে ইফশিতা জামান

প্রকাশিত: ০৩:৪২, ৩ মে ২০১৫

এই সময়ে ইফশিতা জামান

স্টাফ রিপোর্টার ॥ রবীন্দ্রনাথের ছোট গল্প ‘ছুটি’ অবলম্বনে নির্মিত নাটকে ফটিকের মামীর চরিত্রে অভিনয়ের মধ্যে মঞ্চে প্রথম কাজ করেন ইফশিতা জামান। সিরাজগঞ্জের কাচারী বাড়ির মঞ্চে তিনি ওই নাটকে অভিনয় করেন অনেকটা মা-বাবাকে না জানিয়ে। অনেকটা পালিয়ে প্রথম অভিনয় করেন ইফশিতা জামান। তখন বয়স ছিল ১৩। পরবর্তীতে স্কুল ও কলেজের গ-ি পেড়িয়ে অনার্সে এসে ভর্তি হন ঢাকায়। কিন্তু মনের মধ্যে অভিনয়ের সুপ্ত বাসনা ছিল। এক সময় নাট্য পরিচালক দীপু হাজরার সঙ্গে তার পরিচয় হয়। তিনি তার ধারাবাহিক ‘থ্রি কমরেডস’ নাটকে প্রথম অভিনয়ের সুযোগ দেন। এ নাটকের ৪০ পর্ব থেকে শত পর্ব পর্যন্ত অভিনয় করেন তিনি। এছাড়াও একই পরিচালকের ধারাবাহিক ‘রোজাদার’, ঈদের ‘সেতু বন্ধন’ ও ‘লাড্ডু’ নামে দুটি নাটকেও অভিনয় করেন। সবগুলো নাটকই একুশে টেলিভিশনে প্রচার হয়। পাশাপাশি চয়নিকা চৌধুরী পরিচালিত ‘তুই’ ও ‘টম এ্যান্ড জেরী’ নাটকে অভিনয় করেন। আনোয়ার হোসেন বুলু পরিচালিত দুটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। গত বিশ্ব ভালবাসা দিবসে বৈশাখী টেলিভিশনে প্রচার ইফশিতা অভিনীত এবং শুভ খান পরিচালিত নাটক ‘মেঘের বাড়ি যাব’। এ ছাড়া রহমানিয়া হেটেল এবং মেজবাহ উদ্দিন নির্মিত সিমিজু টেলিভিশনের একটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি যা প্রচারের অপেক্ষায়। ‘লাশ জেগে উঠবে’ এবং ‘স্বপ্নের ফেরিওয়ালা’ নামের দুটি শর্ট ফিল্মে অভিনয় করেছেন ইফশিতা। পড়াশোনার পাশাপাশি ভাল চরিত্র পেলে নাটক বা চলচ্চিত্রে কাজ করতে চান ইফশিতা। এজন্য সবার দোয়া এবং সংশ্লিষ্টাদের সহযোগিতা চান তিনি। মিডিয়ায় ইফশিতা জামানের পথচলা মসৃণ হোক এই প্রত্যাশা।
×