ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘সোনাভান’

প্রকাশিত: ০৩:৪৩, ৩ মে ২০১৫

‘সোনাভান’

সংস্কৃতি ডেস্ক ॥ বগুড়া থিয়েটারের অন্যতম জনপ্রিয় মঞ্চনাটক ‘সোনাভান’। মুক্তিযুদ্ধভিত্তিক কাহিনীনির্ভর এ নাটকটি রচনা করেছেন দেশের বিশিষ্ট নাট্যকার বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক, বাংলাদেশ গ্রাম থিয়েটারের যুগ্ম সম্পাদক তৌফিক হাসান ময়না। এ নাটকটি এবার টিভি নাটক হিসেবে নির্মিত হতে যাচ্ছে। নাটকটি ১০০ পর্বের মেগা সিরিয়াল হিসেবে নির্মিত হতে যাচ্ছে। নাটকটি প্রচার হবে এটিএন বাংলায়। বগুড়া থিয়েটারের ৩৪তম বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ‘সোনাভান’ নাটকের মহরত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা শামসুল হুদা, বগুড়া জেলা প্রসাশক শফিকুর রেজা বিশ্বাস, পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু, ঢাকায় বৃহত্তর বগুড়া সমিতির সভাপতি মাসুদুর রহমান রন্টু, বগুড়া পৌরসভা মেয়র এ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শওকত হায়াত খান, অভিনেতা লুৎফর রহমান জর্জ, আহাসনুল হক মিনু, সাব্বির আহমেদ মনিরা, সানজিদা কয়েল, আতাল হোসেন, অপু আব্দুস শহীদ মিঠু, এস এম শাহীন প্রমুখ। মহরত অনুষ্ঠানে মাহফুজুর রহমান ‘সোনাভান’ নাটকিট এটিএন বাংলায় প্রচারের ঘোষণা দেন। এ প্রসঙ্গে তৌফিক ময়না বলেন, ‘সোনাভান’ নাটকের মূল কাহিনী গড়ে উঠেছে শৈশব থেকে শেষ পরিণতি পর্যন্ত সোনাভানের নানা ঘাত প্রতিঘাত আর প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে। নাটকের গল্পে দেখা যাবে বগুড়া জেলার সারিয়াকান্দি থানার যমুনার কূলে সোনাভানের বেড়ে ওঠা। নদী ভাঙ্গন, মানুষের সুখ দুঃখ কষ্টের মাঝে লড়াকু মানুষের বাঁচার আখ্যান এই নাটকে চিত্রিত হয়েছে। গ্রামগঞ্জের প্রচলিত অন্ধ এবং কুসংস্কার, দুঃশাসনের বিরুদ্ধে আর মানবতার পথে সোনাভান এক উজ্জীবিত নাম। ক্ষোভ মিশানো প্রতিবাদী সোনাভান সকল মানুষকে জাগ্রত করে। মহান মুক্তিযুদ্ধে সোনাভানের ভূমিকা এবং মুক্তিযুদ্ধে শহীদ নিজ ভাইয়ের প্রতি সম্মান জানানোর দায়িত্ববোধ এবং জীবন সংগ্রামের কাহিনী নিয়ে এই নাটক এগিয়ে যায় চূড়ান্ত পরিণতির দিকে। বগুড়া জেলার আঞ্চলিক ভাষার রচিত নাটকে এ জনপদের প্রাচীন সংস্কৃতির জনজীবন চিত্রিত হবে। দেশের জনপ্রিয় অভিনয়শিল্পীরা ছাড়াও বগুড়া জেলার বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা এতে অভিনয় করবেন। আগামী মে মাসের শেষের দিকে বগুড়া জেলার সারিয়াকান্দি ও ধুনটে ‘সোনাভান’ নাটকের শূটিং শুরু হবে বলে জানান তিনি। স্যাডো লাইভ প্রযোজিত এ নাটকের সার্বিক তত্ত্বাবধায়নে আছেন তৌফিক হাসান ময়না, কাহিনী বিন্যাস কাজী শুসমিন আফসানা, নির্বাহী প্রযোজক আব্দুল্লাহ আল মামুন, চেয়ারম্যান স্যাডো লাইভ।
×