ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কারখানা, ১২ ঘর ও এটিএম বুথ পুড়ে ছাই

প্রকাশিত: ০৪:০৮, ৩ মে ২০১৫

কারখানা, ১২ ঘর ও এটিএম বুথ পুড়ে ছাই

জনকণ্ঠ ডেস্ক ॥ গাজীপুরে সাইকেল কারখানা, সুনামগঞ্জ পৌর শহরে ৮ বসতঘর, মুন্সীগঞ্জে তিন ঘর ও বরগুনার পাথরঘাটায় টিনের ঘর পুড়ে ছাই হয়েছে। এ ছাড়া কক্সবাজারে এটিএম বুথে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। গাজীপুর ॥ গাজীপুরে মেঘনা গ্রুপের বাইসাইকেল কারখানায় শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুনে তৈরি সাইকেল, সাইকেলের টায়ার ও যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। জয়দেবপুর, টঙ্গী, শ্রীপুর ও ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পৌনে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও বিকেল পর্যন্ত আগুন পুরোপুরি নেভানোর চেষ্টা করছে। সুনামগঞ্জ ॥ সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম হাজিপাড়ায় চুলা থেকে আগুনে পুড়ে ৮টি ভস্মীভূত। অগ্নিকা-ে বসতঘর, আসবাবপত্র, ধান চাল সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায়। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এই অগ্নিকা-ের ঘটনাটি ঘটেছে । এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়। মুন্সীগঞ্জ ॥ শুক্রবার দুপুরে টঙ্গীবাড়ি উপজেলার বাড়ৈপাড়া গ্রামে অগ্নিকা-ে ৩টি ঘর পুড়ে গেছে। এলাকাবাসী পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই প্রায় চার লাখ টাকার সম্পদ ছাই হয়ে গেছে। পাথরঘাটা ॥ পাথরঘাটায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে ২তলা একটি টিনের ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিভাতে গিয়ে তিনজন আহত হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। কক্সবাজার ॥ কক্সবাজার শহরে প্রধান সড়কে স্থাপিত ঢাকা ব্যাংক লি.-এর এটিএম বুথে অগ্নিকা-ের ঘটনায় বুথের যন্ত্রাংশ পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় রক্ষিত মার্কেটের সামনে ওই বুথে এ ঘটনা ঘটে। সিটি নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে ॥ তথ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা, সাভার, ২ মে ॥ গাড়িতে পেট্রোলবোমা মেরে যারা মানুষ হত্যা করে, সিটি কর্পোরেশন নির্বাচনে সেই দলটির পরাজয় হয়েছে। আর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হওয়ায় গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার বিকেলে আশুলিয়ায় বঙ্গবন্ধু সড়কে বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র (বৌদ্ধবিহারে) এলাকার গরিব-অসহায় লোকজনের জন্য ফ্রি দাতব্য চিকিৎসা কেন্দ্র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। তথ্য মন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া জঙ্গীদের নেত্রী। তিন সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয় জেনে নির্বাচন বর্জন করেছেন তিনি। বৌদ্ধবিহারের সভাপতি অসিন জিন রক্ষিতের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাবেক শিল্পমন্ত্রী দীলিপ বডুয়া, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
×