ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোনাল্ডো গোল না পেলেও খুশি আনচেলত্তি

প্রকাশিত: ০৬:২৭, ৩ মে ২০১৫

রোনাল্ডো গোল না পেলেও খুশি আনচেলত্তি

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুরু থেকেই অনবরত গোল করে গেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৭ ম্যাচে রিয়াল মাদ্রিদের এ পর্তুগীজ স্ট্রাইকার গোল করেছেন ৫০। যা ইউরোপে খেলা যে কোন ফুটবলারের চেয়ে বেশি। তবে সর্বশেষ ৫ ম্যাচে কোন গোল পাননি ‘সি আর সেভেন’ খ্যাত এ ফরোয়ার্ড। তবে রোনাল্ডোর গোল না পাওয়া নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন চলতি মৌসুমে আর যদি কোন গোলও না করতে পারেন সি আর সেভেন তবু সন্তুষ্ট থাকবেন তার ওপর। লা লিগায় তিন ম্যাচে কোন গোল নেই রোনাল্ডোর। বুধবার আলমেরিয়ার বিরুদ্ধে ৩-০ গোলের বড় জয় পেয়েছে রিয়াল। রোনাল্ডোর নেয়া শট বল জালে জড়িয়েছে এবং গোলও হয়েছে। কিন্তু গোল দেয়া হয়েছে আত্মঘাতী হিসেবে। কারণ জালে প্রবেশের আগে আলমেরিয়া ডিফেন্ডার মাউরো দোস সান্তোসের গায়ে লেগে গোল হয়ে যায়। এরপর তিনি দারুণ আক্ষেপও প্রকাশ করেছিলেন। এবার পিচিচি পুরস্কার পাওয়ার জন্য তার লড়াইটা বার্সিলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে। এবার রিয়ালের অভিযানে যেভাবে অবদান রেখেছেন রোনাল্ডো নতুন করে আর তার কাছ থেকে পাওয়ার কিছুই নেই। সে জন্য আনচেলত্তিও তেমন কিছু চাইছেন না। এ বিষয়ে তিনি বলেন, ‘আজ থেকে যদি আর কোন গোলই না করেন ক্রিশ্চিয়ানো মৌসুমের শেষ পর্যন্ত সেক্ষেত্রেও কোন সমস্যা নেই। ধন্যবাদ পাওয়ার জন্য তার আর কিছুই করার প্রয়োজন নেই। আমি তার প্রতি সন্তুষ্টই থাকব। তিনি ইতোমধ্যেই এ মৌসুমে ৫০ গোল করে ফেলেছেন।’
×