ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর সঙ্গে চট্টগ্রামের মেয়র কাউন্সিলরদের সাক্ষাত

প্রকাশিত: ০৫:৩৫, ৪ মে ২০১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে চট্টগ্রামের মেয়র  কাউন্সিলরদের সাক্ষাত

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিদেশীদের প্রতি ইঙ্গিত করে বলেছেন, আমার এমন কোন দুর্বলতা নেই যে কেউ এসে বলবে আর মাথানত করে চলে যাবÑ শেখ হাসিনা অন্তত সেটা করবে না। এ দুর্বলতা বিএনপি নেত্রী খালেদা জিয়ার রয়েছে। ক্ষমতার জন্য ২০০১ সালে উনি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়েছিলেন। তখন আমি বলেছিলাম উনি গ্যাস বিক্রি করতে পারবেন না। মুচলেকা দিয়ে ক্ষমতায় এসে গ্যাস বিক্রি করতে উনি পারেননি। কারণ চোরের হাতে আল্লাহ কোন সম্পদ দেয় না। রবিবার রাতে গণভবনে চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র আজম নাছির উদ্দিন নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে এলে তিনি এসব কথা বলেন। তিন সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই ছিল বিএনপির মূল উদ্দেশ্যে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ৯২ দিনের আন্দোলনে রাজনৈতিক ব্যর্থতা ঢাকা দিতেই বিএনপি নেত্রী খালেদা জিয়া নির্বাচনে অংশ নিয়েছিলেন। আসলে নির্বাচনে আসাটাই ছিল তাদের একটা নাটক। প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, নির্বাচনের দিন ১১-১২টা না বাজতেই এমন কী ঘটনা ঘটল যে বিএনপি নির্বাচন বর্জন করল? তারা যেসব অভিযোগ তুলেছে তার একটা অভিযোগেরও প্রমাণ হাজির করতে পারেনি। তিনি বলেন, বিএনপির উদ্দেশ্যেই ছিল নির্বাচনের দিন মানুষের লাশ ফেলে নির্বাচন থেকে সরে দাঁড়ানো। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্ক ছিল বলেই তাদের সেই উদ্দেশ্যে ভেস্তে গেছে। রাত সোয়া আটটায় শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র আজম নাছিরকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। আজম নাছিরও প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মাহবুব-উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী, লে. কর্নেল (অব) ফারুক খান, এবি তাজুল ইসলাম, হাবিবুর রহমান সিরাজ, ড. আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, আলাউদ্দিন চৌধুরী নাছিম, নুরুল ইসলাম বিএসসি, এম আবদুল লতিফ এমপি, মোসলেম উদ্দিন আহমেদ, আবদুচ সালাম, সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারি এমপি, একরামুল হক এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, আবদুস সাত্তার এমপি, দিলারা ইউসুফ, এস এম কামাল হোসেন, এনামুল হক শামীম, আমিনুল ইসলাম আমিন, শাহজাদা মহিউদ্দিনসহ কেন্দ্রীয় ও চট্টগ্রামের বিপুল সংখ্যক নেতারা উপস্থিত ছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র আজম নাছির উদ্দিন স্ত্রী আখতার নাছির, মেয়ে নৌশিন ও ছেলে তানভীনকে সঙ্গে নিয়ে গণভবনের অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে নেতাকর্মীরা করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানান। সবার সঙ্গে কুশল বিনিময় ও সিনিয়র নেতাদের সালাম প্রদানের মাধ্যমে আজম নাছির সবার দোয়া কামনা করেন। প্রধানমন্ত্রী বিজয় মেয়র ও কাউন্সিলরদের অভিনন্দন জানিয়ে বলেন, হত্যা-সন্ত্রাস ও ষড়যন্ত্রই বিএনপির নীতি। ৯২ দিন ধরে অবরোধ-হরতালের নামে নির্বিচারে মানুষকে পুড়িয়ে হত্যা করলেও বিএনপি নেত্রীর ডাকে সেই অবরোধ-হরতালে বিএনপির নেতাকর্মীরা নামেনি। তার ডাকে কেউই সাড়া দেয়নি। বিএনপি নেত্রীর হাত থেকে নিরীহ প্রাণী গরুও রেহাই পায়নি। কিন্তু এত কিছু করেও তাঁকে ব্যর্থ হয়েই ঘরে ফিরতে হয়েছে। আর এ ব্যর্থতা ঢাকতেই উনি নির্বাচনে এসে নাটক করলেন।
×