ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নবচেতনার প্রতিষ্ঠাবার্ষিকী গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৫:৪৯, ৪ মে ২০১৫

নবচেতনার প্রতিষ্ঠাবার্ষিকী গুণীজন সম্মাননা ও  সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক নৃত্যদিবস এবং দলের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবচেতনা সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে গুণিজন সম্মাননা, ভরতনাট্যম কর্মশালা এবং নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২৬-৩০ এপ্রিল আয়োজিত কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ড. অর্কদেব ভট্টাচার্য। প্রশিক্ষণে ঢাকা এবং ঢাকার বাইরের ৫২ প্রশিক্ষণার্থী অংশ নেয়। এ কর্মশালায় নবচেতনা সাংস্কৃতিক কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। প্রশিক্ষণ শেষে এক মে সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে গুণীজন সম্মাননা প্রদান এবং নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিটিভির মহাপরিচালক আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মীনু হক এবং নৃত্যব্যক্তিত্ব আমানুল হক। অনুষ্ঠানে নবচেতনার সাধারণ সম্পাদক তুষার চক্রবর্তী জানান বাংলাদেশের হারিয়ে যাওয়া লোকনৃত্য পুনরুদ্ধার এবং রক্ষায় কাজ করছে নবচেতনা। বিশেষ করে দেশীয় সংস্কৃতি লালন ও ধারণ করাই এই সংগঠনের মূল উদ্দেশ্য। সে লক্ষ্যেই তাঁদের সকল কর্মকা- পরিচালিত হচ্ছে বলে জানান তিনি। অনুষ্ঠানে নৃত্যে মাহফুজুর রহমান, ড. নীগার চৌধুরী, গোলাম মোস্তফা খান, মিডিয়া ব্যক্তিত্ব খ.ম হারুন, সামাজিক কর্মকা-ে সোহানী হোসেন, সাংস্কৃতিক কর্মকা-ে ওয়ার্দা রিহাব, সামিনা হোসেন প্রেমা এবং সঙ্গীতে অনিমা ডি রোজারিওকে সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানের শেষে নবচেতনার সাধারণ সম্পাদক তুষার চক্রবর্তী এবং ড. অর্কদেব ভট্টাচার্যের পরিচালনায় ভরতনাট্যম, কনটেমপরি এবং লোকনৃত্য পরিবেশন করেন সংগঠনের নৃত্য শিল্পীরা।
×