ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিষয় : বাংলা ভাষা ও সাহিত্য

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৫:৫০, ৪ মে ২০১৫

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

১.দোভাষী পুঁথি সাহিত্যের সার্থক ও জনপ্রিয় কবি কে? ক) এন্টনি ফিরিঙ্গি খ) আলাওল গ) ফকীর গরীবুল্লাহ ঘ) মোহাম্মদ দানেশ ২.কে বাহরাম খানকে ‘দৌলত উজির’ উপাধি প্রদান করেন? ক) মহারাজ কৃষ্ণকান্ত খ) জমিদার রঘুনাথ সিং গ) নৃপাত নেজাম শাহ সুর ঘ) মালিক মুহাম্মদ জায়সী ৩. বাংলা সাহিত্যের প্রথম পত্রসাহিত্য কোনটি? ক) কথোপকথন খ) লিপিমালা গ) হিতোপদেশ ঘ) রাজাবলি ৪.‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন? ক) ঈশ্বচন্দ্রগুপ্ত খ) অক্ষয়কুমার দত্ত গ) রামমোহন রায় ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ৫.‘বঙ্গবিজেতা’ উপন্যাসটির রচয়িতা কে? ক) রমেশচন্দ্র দত্ত খ) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় গ) ভবানীচর বন্দ্যোপধ্যায় ঘ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ৬.‘বৃত্রসংহার’ মহাকাব্যের রচয়িতাÑ ক) হেমচন্দ্র বন্দ্যোপধ্যায় খ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় গ) নবীন চন্দ্র সেন ঘ) কোনটিই নয় ৭.‘মেঘনাদবধ’ কাব্যটি কত খ-ে রচিত? ক) ৩ খ-ে খ) ১৩ খ-ে গ) ৯ খ-ে ঘ) ৪ খ-ে ৮.মহাশ্মশানের বিষয়বস্তুর সাথে কোন গ্রন্থের বিষয়বস্তুর মিল রয়েছে? ক) অমিয়ধারা খ) শিবমন্দির গ) রক্তাক্ত প্রান্তর ঘ) দুর্গেশনন্দিনী ৯.‘সারদা মঙ্গল’ কাব্যের রচয়িতা কে? ক) সুরেন্দ্রনাথ মজুমদার খ) বিহারীলাল চক্রবর্তী গ) অক্ষয় কুমার বড়াল ঘ) আবুল হোসেন ১০.‘জয়গুণ’ কোন উপন্যাসের চরিত্র? ক) জননী খ) সূর্যদীঘল বাড়ী গ) সারেং বৌ ঘ) পদ্মার পলিদ্বীপ ১১.‘ছেঁড়া তার’ নাটকটির রচয়িতা কে? ক) তুলসী লাহিড়ী খ) মুনীর চৌধুরী গ) বিজয় ভট্টাচার্য ঘ) আব্দুল্লাহ আল-মামুন ১২.‘বাংলা সাহিত্যের ইতিহাস’ নামক গ্রন্থের রচয়িতা? ক) ড. মুহম্মদ এনামুল হক খ) মুহম্মদ আব্দুল হাই গ) ড. কাজী দীন মুহাম্মদ ঘ) ড.হুমায়ুন আজাদ ১৩. বাংলা একাডেমীর ‘আঞ্চলিক অভিধান’ সম্পাদনা কে করেন? ক) মুহম্মদ শহীদুল্লাহ খ) মুহম্মদ এনামুল হক গ) মুহম্মদ মনসুর উদ্দিন ঘ) মুহম্মদ আবদুল হাই ১৪.‘কাঁকন মনি’ নাটকটি কে লিখেছেন? ক) সিকান্দার আবু জাফর খ) ড. নীলিমা ইব্রাহিম গ) আনিস চৌধুরী ঘ) শওকত ওসমান ১৫.‘ষ্ণ‘ যুক্ত বর্ণটি ভাঙ্গলে কোন দুটি বর্ণ পাওয়া যায়? ক) ষ্+ম খ) ষ্+ন গ) ষ্+ণ ঘ) ষ্+হ ১৬. যে রীতিতে ‘স্নান’ শব্দটি ‘সিনান’ শব্দে পরিণত হয় তার নাম ক) অভিকর্ষ খ) বিপ্রকর্ষ গ) স্বরাগম ঘ) অভিশ্রুতি ১৭. নিচের কোন বানানটি শুদ্ধ? ক) ফনী খ) কুলুশ গ) বানি ঘ) প্রণাশ ১৮.পর্যালোচনা শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক) পর্য+আলোচনা খ) পর্যা+ লোচনা গ)পরি+লোচনা ঘ) পরি+ আলোচনা ১৯.‘গিন্নী’ কোন শ্রেণীর শব্দ? ক) খাঁটি বাংলা খ) দেশী গ) বিদেশী ঘ) অর্ধ-তৎসম ২০.কোন শব্দটি ফরাসি? ক) চিনি খ) রেস্তোরাঁ গ) রিকশা ঘ) হরতন ২১. কোন্ বাক্যে নামপুরুষের ব্যবহার করা হয়েছে? ক) ওরা কি করে খ) আপনি আসবেন গ) আমরা যাচ্ছি ঘ) তোরা খাসনে উত্তর : ১.গ ২.গ ৩.খ ৪.খ ৫.ক ৬.ক ৭.গ ৮.গ ৯.খ ১০.খ ১১.ক ১২.ক ১৩.ক ১৪.ঘ ১৫.গ ১৬.খ ১৭.ঘ ১৮.ঘ ১৯.ঘ ২০.খ ২১.ক
×