ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারালো ৭ জন

প্রকাশিত: ০৫:৫৩, ৪ মে ২০১৫

অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব  হারালো ৭ জন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পৃথক কয়েকটি স্থানে রবিবার অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সাত ব্যক্তি সর্বস্ব হারিয়েছেন। সর্বস্বহারা এই সাত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ভোর ৬টার দিকে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে দেলোয়ার হোসেন (৩৫) ও মিজানুর রহমান (২৫) অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। পরে তাদের এক আত্মীয় জামাল হোসেন দু’জনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। তিনি জানান, তাদের বাড়ি বরগুনায়। দেলোয়ার হোসেন ওমানে যাওয়ার জন্য ঢাকায় এসেছিল। রাতে তার ফ্লাইট। বাসস্ট্যান্ডের সামনে তারা অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে প্রায় ১২ হাজার টাকা খুইয়েছে। বিকেল সাড়ে ৪টার দিকে একই স্থানে আসাদুল ইসলাম (৪০) ও কসেরউদ্দিন (৩৫) নামে দু’জন অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। তাদের অচেতন করে নগদ টাকা ও মোবাইল নিয়ে যায় অজ্ঞানপার্টির সদস্যরা। পরে সন্ধ্যার দিকে তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তাদের সহকর্মী রফিকুল ইসলাম জানান, তাদের বাড়ি কুড়িগ্রামে। তারা ১২ জন একসঙ্গে ধান কাটতে কিশোরগঞ্জ গিয়েছিলেন। কিশোরগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে গাড়িতে জুস খেয়ে অজ্ঞান হয়ে যান। এদিকে একইদিন সকালে গুলিস্তান গোলাপশাহ মাজারের কাছে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন মোশারফ হোসেন (৩০) নামে এক ইলেকট্রিক পণ্যের ব্যবসায়ী। তার ভাই মাইনুদ্দিন জানায়, তার বাসা ডেমরায়। সকালে ৫২ হাজার টাকা নিয়ে গুলিস্তানের উদ্দেশে আসছিল। এছাড়া এদিন সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১ নম্বর ওভারব্রিজের নিচ অজ্ঞানপার্টির আসকর আলী (৪০) নামে এক ব্যক্তিকে অচেতন করে নগদ টাকা ও মোবাইল নিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার ছোট ভাই আজিজুল হক জানান, তার বাসা ডেমরার রানীমহলে। সে গাবতলী যাওয়ার পথে এই ঘটনা ঘটে।
×