ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মুম্বাইয়ের জয় পাঞ্জাবের বিপক্ষে

প্রকাশিত: ০৬:১৪, ৪ মে ২০১৫

মুম্বাইয়ের জয় পাঞ্জাবের বিপক্ষে

স্পোর্টস রিপোর্টার ॥ আইপিএলে রবিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ২৩ রানের সহজ জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭২ রানের ফাইটিং স্কোর গড়ে রোহিত শর্মার মুম্বাই। জবাবে ৭ উইকেটে ১৪৯ রানে থামে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা পাঞ্জাব। বড় লক্ষ্যে নেমে আশা জাগিয়েও বড় ইনিংস খেলতে পারেননি জর্জ বেইলিরা। ৩৭ বলে ৩ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪৩ রান করে আউট হন ডেভিড মিলার। ৩৪ বলে সমান চার ও ছক্কায় ৩৯ রানে ফেরেন ওপেনার মুরলি বিজয়। অধিনায়ক বেইলি রানআউট হন ব্যক্তিগত ২১ রানে। ২ উইকেট নেন লাসিথ মালিঙ্গা। নবম ম্যাচে চতুর্থ জয়ে সপ্তম স্থানে মুম্বাই। এর আগে টস জিতে ব্যাটিং নেয়া মুম্বাইর বড় সংগ্রহের রূপকার দুই ওপেনার লেন্ডল সিমন্স ও পার্থিব প্যাটেল। ১২.২ ওভারে ১১১ রান যোগ করে শক্ত ভিত গড়ে দেন তাঁরা। ৫৬ বলে ৯ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৭১ রান করে আউট হন ক্যারিবিয়ান সিমন্স। স্থানীয় পার্থিব ছিলেন আরও আক্রমণাত্মক। মাত্র ৩৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৯ রানে ফেরেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ২০ বলে ২৬ রান রোহিত শর্মার। মুম্বাই অধিনায়কের ইনিংসে ছিল ২টি চারের মার। স্কোর ॥ মুম্বাই ১৭২/৩ (২০ ওভার; সিমন্স ৭১, পার্থিব ৫৯, রোহিত ২৬; অনুরিত ১/৩০, করণবীর ১/৩০) পাঞ্জাব ॥ ১৪৯/৭ (২০ ওভার; মিলার ৪৩, বিজয় ৩৯, বেইলি ২১; মালিঙ্গা ২/৩১) ফল ॥ মুম্বাই ২৩ রানে জয়ী ম্যাচসেরা ॥ সিমন্স (মুম্বাই)।
×