ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাইফ পাওয়ারের ইপিএস বেড়েছে ৮৬ শতাংশ

প্রকাশিত: ০৬:৪৭, ৫ মে ২০১৫

সাইফ পাওয়ারের ইপিএস বেড়েছে ৮৬ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ৭৮ পয়সা; যা আগের বছরের তুলনায় ৮৬ শতাংশ বেশি। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৪২ পয়সা। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি ’১৫ – মার্চ ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। ডিএসই সূত্রে জানা গেছে, হিসাব বছরের প্রথম ৩ মাসে কোম্পানিটি কর পরবর্তী সুদবিহীন মুনাফা করেছে ৫ কোটি ৩৯ লাখ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটি মুনাফা করেছিল ২ কোটি ৪৭ লাখ টাকা। উল্লেখ্য, হিসাব বছরের গত ৯ মাসে (জুলাই ’১৪ – মার্চ ’১৫) কোম্পানিটি কর পরবর্তী সুদবিহীন মুনাফা করেছে ১৩ কোটি ৯৯ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় করেছে ২ টাকা ২ পয়সা। রূপালী ব্যাংকের সভা আজ অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার দিন ঘোষণা করেছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় এই কোম্পানির বৈঠক অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে বৈঠকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ। ২০১৩ সালে কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। আর বছর শেষে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ২ টাকা ৪৯ পয়সা। উল্লেখ্য ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
×