ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মা সমাবেশ

প্রকাশিত: ০৭:০৭, ৫ মে ২০১৫

মা সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ৪ মে ॥ শক্তি প্রয়োগে নয়। এগিয়ে নিয়ে যেতে হবে বিজ্ঞানে। এ বিষয়ে শিক্ষকদের দায়িত্ব অনেক। তাদের দরদ দিয়ে বুদ্ধি ও মেধা খাটিয়ে ছাত্রছাত্রীদের গড়ে তুলতে হবে। জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রঙ্গণে সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত বিদ্যালয় গমনোপযোগী শতভাগ শিশুর ভর্তি নিশ্চিত করন, ঝরেপড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে সামাজিক উদ্বুদ্ধকরণ বিষয়ক মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এ কথা বলেন। বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি রাবি সংবাদদাতা ॥ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। সোমবার বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাইদুল ইসলাম সহসভাপতি মেহেদি হাসান রাসেল, শরিফুল ইসলাম সাদ্দাম, আসাদুজ্জামান নিউটন প্রমুখ।
×