ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আস্থা ফেরাতে অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইবে ডিএসই

প্রকাশিত: ০৩:৩১, ৬ মে ২০১৫

আস্থা ফেরাতে অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইবে ডিএসই

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তার সঙ্গে দেখা করে বাজারে চলমান সঙ্কটের নানা দিক এবং করণীয় নিয়ে আলোচনা করবে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। এ সময় আগামী বাজেটে পুঁজিবাজারের জন্য কর সুবিধা, বিশেষ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উপর আরোপিত মূলধনী মুনাফা কর প্রত্যাহার, করমুক্ত লভ্যাংশের পরিমাণ বাড়ানোর মতো বিষয় প্রাধান্য পাবে। এছাড়া পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা (ঈধঢ়রঃধষ গধৎশবঃ ঊীঢ়ড়ংঁৎব) নির্ধারণের পদ্ধতিসহ কিছু বিষয় নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ ব্যাংকের গবর্নরের সঙ্গেও বৈঠক করতে আগ্রহী ডিএসই। চলতি মাসের মাঝামাঝি সময়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় চাওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএসইর চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমানের সঙ্গে বৈঠক করার কথাও জানান তিনি। আসন্ন ২০১৫-১৬ অর্থবছরের বাজেট প্রস্তাব শেষে এনবিআরে ডিএসইর চেয়ারম্যান সাংবাদিকদের সামনে এমন তথ্য তুলে ধরেন।
×