ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলে হঠাৎ ডায়রিয়া ॥ আক্রান্ত দু’শতাধিক

প্রকাশিত: ০৪:৩৫, ৬ মে ২০১৫

টাঙ্গাইলে হঠাৎ ডায়রিয়া ॥ আক্রান্ত দু’শতাধিক

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৫ মে ॥ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের পাঁচটি গ্রামে ব্যাপক হারে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত দুই দিনে এসব গ্রামে দুই শতাধিক লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েছে। আক্রান্তদের চিকিৎসার জন্য দুটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। সন্ধানপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের ফকিরচালা, ভেওলাচালা, বড়চালা, মুলবাড়ি ও দেওজানা গ্রামের উত্তরপাড়ায় হঠাৎ করে গত রবিবার থেকে ব্যাপক হারে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। গত তিনদিনে এসব গ্রামে শিশু, নারী, পুরুষ, বৃদ্ধসহ দুই শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। গ্রামবাসী জানায়, ফকিরচালা, ভেওলাচালা এ দুই গ্রামে প্রায় ৪০ ভাগ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। ফকিরচালা গ্রামের আব্দুর রাজ্জাক জানান, গ্রামের প্রতিটি বাড়িতে দু’একজন বাদে সবাই ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের অধিকাংশই মধুপুর হাসপাতাল, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। স্থানীয় পল্লী চিকিৎসক লুৎফর রহমান ও রকিবুল হাসান খান জানান, ফকিরচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির আলী, মনোয়ারা বেগম, আদিবাসী জোসনা রানী ও বেলা রানী বর্মণ, নুরু খন্দকার, জুরান মিয়া, ইজ্জত আলীসহ ২৫-৩০ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী তাদের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নারায়ণ চন্দ্র সাহা জানান, বিষয়টি অবগত হয়ে আক্রান্তদের সুচিকিৎসার জন্য তাৎক্ষণিক দু’টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে বলে তিনি জানান। মেডিক্যাল টিম প্রয়োজনীয় ওষুধপত্রসহ মাঠে কাজ করে যাচ্ছে।
×