ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিষয় : বাংলা

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪১, ৬ মে ২০১৫

অষ্টম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২০. ‘নীর’ শব্দের অর্থ কী? ক) পানি খ) বাসা গ) মধু ঘ) নদী ২১. স্বদেশি আন্দোলনের সাক্ষর বহনকারী লোকশিল্প কোনটি? ক) নকশিকাঁথা খ) জামদানি গ) খাদি ঘ) হাসিয়া ২২. রবীন্দ্র কাব্যরীতির বাইরে স্বতন্ত্র কাব্যধারার প্রতিষ্ঠাতাদের অন্যতম কে? ক) কামিনীয় রায় খ) সত্যেন্দ্রনাথ দত্ত গ) বুদ্ধদেব বসু ঘ) সুফিয়া কামাল ২৩. ‘‘এ যে রাশি রাশি সোনার মোহর।’’ এখানে রাশি রাশি দ্বিরুক্তিটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক) স্বল্পতা বুঝাতে খ) আধিক্য বুঝাতে গ) সোনার চাকচিক্য বুঝাতে ঘ) সৌন্দর্য বুঝাতে ২৪. কাজির দরবার থেকে কোজাইকে হতাশ হয়ে ফিরতে হলো কেন? ক) প্রমাণের অভাবে খ) কাজির পক্ষপাতের কারণে গ) অর্ধেক মোহর পাওয়ার কারণে ঘ) কাজির খারাপ আচরণের কারণে ২৫. কাজি কোন ভাষার শব্দ? ক) আরবি খ) ফারসি গ) হিন্দি ঘ) উর্দু ২৬. মাঝিকে কার বকুনি খেতে হবে না বলে কানাই আশ্বস্ত করছে? ক) বাবার খ) মায়ের গ) বোনের ঘ) দাদার ২৭. ১৯০৭ সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়? ক) দেনাপাওনা খ) বড়দিদি গ) পথের দাবি ঘ) শেষ প্রশ্ন ২৮. আলী কোজাই নাজিমকে কী রাখতে অনুরোধ করল? ক) মোহরের কলসি খ) সঞ্চিত সম্পদ গ) জলপাইয়ের কলসি ঘ) জমির দলিল ২৯. আরাকান রাজ্যের রাজসভায় সাহিত্যচর্চা করেছেন- র. বিহারীলাল চক্রবর্তী রর. দৌলত কাজী ররর. আলাওল নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ৩০. নিচের কোন বানানটি সঠিক? ক) সন্নাসী খ) সন্যাসী গ) সন্ন্যাসী ঘ) সন্নাসি ৩১. সন্ন্যাসী বেশে উপেনের কয় বছর কেটেছিল? ক) পনেরো-ষোলো খ) সতেরো-আঠারো গ) উনিশ-বিশ ঘ) বারো-তেরো ৩২. নিচের কোনটি কামিনী রায়ের রচনা বলয়ের বাইরে? ক) আলো ও ছায়া খ) দীপ ও ধূপ গ) নির্মাল্য ঘ) সংগীত শতক ৩৩. সবুজ শস্যের খেতে আলো জ্বালায় কে? ক) থোকা থোকা জোনাকি খ) শরৎকালের শিশির গ) সাদা সাদা বক ঘ) প্রজাপতির ঝাঁক ৩৪. ‘বিধিবাম’ বাগধারাটির অর্থ কী? ক) বিধি বাম দিকে আছে খ) বিধির অনুগ্রহ গ) সৌভাগ্য ঘ) দুর্ভাগ্য ৩৫. আবদুল গাফ্ফার চৌধুরী কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন? ক) ইংরেজি খ) বাংলা গ) ইতিহাস ঘ) দর্শন ৩৬. কানােইয়ের দৃষ্টিতে পৃথিবীর সব নীল রং জড়ো হয়েছে কোথায়? ক) নৌকার পালে খ) অবাক আকাশে গ) পাখির ঝাঁকে ঘ) নদীর বুকে ৩৭. ‘আবার আসিব ফিওের’ কবিতার রচয়িতা কে? ক) বুদ্ধদেব বসু খ) আল মাহমুদ গ) জীবনানন্দ দাশ ঘ) শামসুর রাহমান ৩৮. ‘দুই বিঘা’ কোন ধরনের কবিতা? ক) কাহিনী-কবিতা খ) গীতিকবিতা গ) চতুর্দশপদী কবিতা ঘ) স্বদেশপ্রেমের কবিাত ৩৯. ‘নারী’ কবিতায় কার সেবার কথা বলা হয়েছে? ক) ভাইয়ের খ) মাতার গ) বোনের ঘ) পিতার ৪০. রবিনসনের মতে, বনের পশু উত্তম কেন? ক) শান্ত স্বভাবের হওয়ায় খ) কৃতঘ্ন হওয়ায় গ) লোভী না হওয়ায় ঘ) ভয়শূন্য হওয়ায় ৪১. ফ্রাইডেকে রবিনসন যে দিন উদ্ধার করেছিল সেদিন কী বার ছিল?
×