ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খুলনায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশিত: ০৮:১৯, ৬ মে ২০১৫

খুলনায় বন্দুকযুদ্ধে  ডাকাত নিহত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগরীর সদর থানাধীন মিস্ত্রিপাড়া বুড়ির ভিটা এলাকায় মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আল মামুন (৩৮) নামে এক ডাকাত নিহত হয়েছে। সে নগরীর খালিশপুর থানাধীন নয়বাটি এলাকার আব্দুল জলিলের ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি শাটার গান ও দুটি বোমা উদ্ধার করেছে। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সিটিএসবি) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ফারুক হোসেন ও আল-মামুন নামে দুই যুবক ব্যাগ নিয়ে রিক্সাযোগে নগরীর রায়পাড়া ক্রস রোড দিয়ে যাচ্ছিল। এ সময় সন্দেহ হলে টহল পুলিশ তাদের গতি রোধ করে। সঙ্গে সঙ্গে মামুন ও ফারুক রিক্সা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে ধরে ফেলে। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ থেকে ৩টি বিদেশী পিস্তল, একটি রিভলবার ও ২৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি জানান, আল মামুনের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী তার সহযোগীদের গ্রেফতারের জন্য পুলিশ রাত সোয়া ৮টার দিকে তাকে নিয়ে নগরীর বাগমারা এলাকায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মামুনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। গুলিবিনিময়ের একপর্যায়ে আল মামুন গুলিবিদ্ধ হয়। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ‘বন্দুকযুদ্ধে’ খুলনা থানার ওসি সুকুমার বিশ্বাস, এসআই অরুন ও এসআই আজিম আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে একটি শাটারগান, কয়েক রাউন্ড গুলি, দুটি বোমা ও ৪টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
×