ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইস্টার্ন প্লাজায় অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৮:৪০, ৬ মে ২০১৫

ইস্টার্ন প্লাজায় অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর হাতিরপুলে ইস্টার্ণ প্লাজার শপিংমলের নিচতলায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস সূত্র জানায়, নিচতলা চলন্ত সিঁড়ি ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকা-ে চলন্ত সিঁড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত চলছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ইস্টার্ন প্লাজার শপিংমল সাপ্তাহিক বন্ধ থাকায় মার্কেটের দোকানপাট বন্ধ ছিল। মার্কেটের মেইন গেটে আনসার সদস্যরা পাহারায় ছিল। দুপুর ২টার দিকে হঠাৎ মার্কেট থেকে ধোঁয়া বের হতে থাকে। পরে কর্তব্যরত আনসার সদস্যরা জানায়, নিচতলায় চলন্ত সিঁড়িতে আগুন লেগেছে। এর কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের দমকল গাড়ি ইস্টান প্লাজার শপিংমলের সামনে থামে। ততক্ষণ রাস্তায় শত শত মানুষের ভিড়ে দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। পরে দমকল কর্মীরা ভেতরে ঢুকে টানা আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহাজাদী সুলতানা জানান, মঙ্গলবার বেলা ২টা ৫ মিনিটে ওই বিপণি বিতানের নিচতলায় চলন্ত সিঁড়িতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, শপিংমলের টের ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
×