ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সোনারগাঁয়ে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ

প্রকাশিত: ০৬:৪৬, ৭ মে ২০১৫

সোনারগাঁয়ে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ৬ মে ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনকল্পে উচ্ছেদ অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ ও সওজ কর্তৃপক্ষ। বুধবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে। এ সময় প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট গুঁড়িয়ে দেয়া হয়। জানা যায়, সকাল ১০টায় উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্টেট আব্দুল্লাহ জাকি ও নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের সিনিয়র এএসপি বদরুল আলমের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় উচ্ছেদকারী দল কাঁচাবাজার, পান সিগারেট, জামা-কাপড় ও ফলের দোকানসহ ৩ শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট সওজের বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। এএসপি বদরুল আলম জানায়, ৪ ঘণ্টার উচ্ছেদ অভিযানে প্রায় ৩ শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। অভিযানের সময় সওজের কর্মকর্তাসহ বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত ছিল। অভিযোগ রয়েছে, একটি চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে সড়ক ও জনপথের জায়গায় ও রাস্তার ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট বসিয়ে ভাড়া আদায় করে আসছিল। ফায়ার সার্ভিসের মহড়া স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের মহড়া হয়েছে। শহরের প্রাণকেন্দ্রের পুরনো কাছারীর বহুতল ভবন মুন্সীগঞ্জ প্লাজায় বুধবার এ মহড়া অনুষ্ঠিত হয়। নানা কৌশল আগুন নিয়ন্ত্রণ, আটকে পড়া লোকজন উদ্ধারসহ সবরকম কৌশল প্রয়োগ করা হয়। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান জানান, কর্মীদের যথাযথভাবে তৈরি রাখতেই প্রতিবছরের ন্যায় এ মহড়া চালানো হয়। এতে মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অংশ নেয়। নওগাঁয় কৃষক প্রণোদনা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৬ মে ॥ বুধবার বেলা ১১টায় নওগাঁর ধামইরহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও সেচ সুবিধার অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে খরিপ উফশী আউশ ও নেরিকা আউশ ধান চাষে সহায়তার লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে এসব বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার বাবলু এমপি। এবার এ উপজেলায় ৫১০ কৃষককে প্রণোদনার ভর্তুকি প্রদান করা হয়।
×