ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জকিগঞ্জে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ

প্রকাশিত: ০৬:৪৫, ৯ মে ২০১৫

জকিগঞ্জে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটের জকিগঞ্জের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদৎ হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কাবিখা, কাবিটা, টিআরও, কর্মসৃজন, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন প্রকল্প কাগজপত্রে ভুয়া মাস্টারুল তৈরি করে কোটি টাকা লুটপাট করেছেন। প্রকল্প প্রতি ৫০% হারে টাকা আদায়ের প্রস্তাব করলে স্থানীয় চেয়ারম্যানদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বারঠাকুরী ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী উপজেলা মাসিক উন্নয়ন সমন্বয় সভায় এ নিয়ে অভিযোগও উত্থাপন করেন। বাস্তবে ৪০% কাজ না করেই গত ২ বছরে বিভিন্ন প্রকল্প খাতে কোটি টাকারও বেশি হরিলুট হয়েছে। তার বেপরোয়া লুটপাট নিয়ে কেউ কোন প্রশ্ন করলে ক্যাডারের মতো আচরণ করে প্রকাশ্যে গালাগালি, দুর্ব্যবহার করে থাকেন। এরকম দুর্ব্যবহার ও অনিয়মের অভিযোগে ইতোমধ্যে দু’দফা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পিআইও শাহাদৎ হোসেনকে তলব করা হয়েছে। দু’বারই আদালতে হাজির হয়ে উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদের মধ্যস্থতায় দোষ স্বীকারপূর্বক নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে রক্ষা পেয়েছেন। গত বছর এই আলোচিত পিআইওর অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে উপজেলার সব ইউপি চেয়ারম্যানদের যৌথ স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগপত্র জেলা প্রশাসক, সিলেট বরাবরে দাখিল করা হলেও কোন প্রতিকার হয়নি। ২০১৪-২০১৫ অর্থবছরের হতদরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পের প্রথম পর্যায়ের ৯টি ইউনিয়নের ১৫৩৪ জন শ্রমিকের কাছ থেকে ২২ লক্ষাধিক টাকা আদায় করে তাদের বিল দিয়েছেন। দ্বিতীয় পর্যায়ের গত মাস থেকে ১৬১১ জন শ্রমিক দিয়ে কাগজপত্রে কাজ দেখাচ্ছেন কিন্তু বাস্তবে কোন প্রকল্পের কাজ এখনও শুরু হয়নি। এ থেকেও মোটা অংকের টাকা আত্মসাতের সকল প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তাছাড়া আলোচিত এই পিআইওর বিরুদ্ধে গত বছর জকিগঞ্জের পারুল বেগম (১৩) নামের এক কিশোরীকে অপহরণপূর্বক গুম করার অভিযোগ এনে পালের মা পৌর শহরের পূর্ব আনন্দপুর গ্রামের রোশনা বেগম বাদী হয়ে জকিগঞ্জ থানায় (নং-১৭) একটি মামলা দায়ের করেন। মামলাটি এখন সিআইডি বিভাগ তদন্ত করলেও এ পর্যন্ত ভিকটিম উদ্ধার হয়নি। আসামি হিসেবে শাহাদৎ হোসেন দেশের কোন আদালত থেকে জামিন না নিয়েই সরকারী অফিসের চেয়ারে বসে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলেও জানা গেছে। এ প্রসঙ্গে জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ জনকণ্ঠকে জানান, পিআইওর নানান অনিয়ম সম্পর্কে তিনি অবগত আছেন।
×