ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাত্র ২০ বছর বয়সেই ব্রিটিশ এমপি!

প্রকাশিত: ০৭:০২, ৯ মে ২০১৫

মাত্র ২০ বছর  বয়সেই ব্রিটিশ এমপি!

ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে মাত্র ২০ বছর বয়সে এমপি নির্বাচিত হয়ে ইতিহাসে নাম লেখালেন মাইরি ব্লাক নামে এক স্কটিশ। ১৬৭৬ সালের পর মাইরি ব্লাকই প্রথম যিনি এত কম বয়সে এমপি হলেন। সদ্য সমাপ্ত নির্বাচনে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি এসএনপির হয়ে লড়েন তিনি। প্রথম নির্বাচনেই লেবার পার্টির জাঁদরেল প্রার্থী ডগলাস আলেক্সান্ডারকে বিপুল ভোটে ধরাশায়ী করেন এই নারী। বর্তমানে স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে পড়ছেন তিনি। মাইরির কাছে পরাজিত ৪৭ বছর বয়সী ডগলাস লেবার পার্টির পররাষ্ট্রনীতি বিষয়ক মুখপাত্র এবং নির্বাচনে প্রচার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনে লেবার পার্টির এই সিনিয়র নেতার চেয়ে অন্তত ৫ হাজার ভোট বেশি পান মাইরি। এই নির্বাচনে স্কটল্যান্ডের পাইসলে এ্যান্ড রিনফ্রিশার সাউথ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ফল প্রকাশের পর উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে আবেগঘন বক্তব্যে মাইরি ব্লাক বলেন, সাধারণ স্কটদের জীবনমান উন্নতকরণে কাজ করাই আমার প্রধান উদ্দেশ্য। আমরা সকলে মিলে আমাদের দেশের অর্থনৈতিক সমস্যা দূর করতে কাজ করব। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে আয়োজিত গণভোটে স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে কাজ করেন মাইরি। ভোটের ফল স্বাধীনতার বিপক্ষে গেলেও তখন মাইরি বলেছিলেন, আমরা পরাজিত হলেও আমাদের স্বপ্ন মরেনি। এই ফলাফল বেদনার হলেও আমরা দমে যাব না। আগামীতে আবার সবাই জেগে উঠবে।-টেলিগ্রাফ, সিএনএন ও এএফপি।
×