ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাহজালালে আসছে ওষুধের চালান

প্রকাশিত: ০৬:২০, ১০ মে ২০১৫

শাহজালালে আসছে ওষুধের  চালান

স্টাফ রিপোর্টার ॥ আগে আসত সোনার চালান। তাতে শুল্ক গোয়েন্দারা ক্র্যাকডাউন চালানোর ফলে চোরাচালানীরা এখন নজর দিয়েছে আমদানিনিষিদ্ধ বিদেশী ওষুধের ওপর। এখন এসব ওষুধের চালানই ধরা পড়ছে। শনিবারও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০ লাখ টাকা মূল্যের অবৈধ ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সদস্যরা। এদিন বিকেলে এসব ওষুধ জব্দ করা হয়। মহাপরিচালক ড. মইনুল খান জানান, জব্দ হওয়া ওষুধ বেশিরভাগই বন্ধ্যত্ব দূরীকরণের মতো জটিল রোগের চিকিৎসায় কাজে লাগে। যা ঢাকায় বেশ চাহিদা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিমানবন্দর সূত্র জানায়, বিকেলে ডিএইচএল কোরিয়ারের মাধ্যমে দু’টি পৃথক চালানে ১২টি কার্টন ভর্তি অবৈধ এসব ওষুধ বিমানবন্দরে আসে।
×