ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১৫ নতুন গাড়ি আনছে বিএমডব্লিউ

প্রকাশিত: ০৬:২৫, ১০ মে ২০১৫

১৫ নতুন গাড়ি আনছে বিএমডব্লিউ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতে বিএমডব্লিউ’র ভাইস প্রেসিডেন্ট ফিলিপ ভন সর বলেন, ২০১৫ সালে আমরা আরও নতুন গাড়ি নিয়ে আসব। বিলাসবহুল গাড়িতে যা যা সুবিধা দেয়া যায় তা দিতেই আমাদের এই প্রচেষ্টা। এ বছর আমরা ১৫টি নতুন গাড়ি আনব। ইতোমধ্যেই জানুয়ারিতে আই ৮ আনা হয়েছে। এছাড়াও ১ সিরিজ এবং ৩ সিরিজের অধীনে নতুন মডেল আনা হবে। তিনি বলেন, এখন পর্যন্ত বিএমডব্লিউ ভারতে লগ্নির পরিমাণ ৩৯০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪৯০ কোটি টাকা করা হয়েছে। সম্প্রতি বিএমডব্লিউ ৫ সিরিজ গাড়ি তৈরি করেছে সংস্থাটি। এই সিরিজের গাড়িতে ব্যবহৃত ২ হাজার ৮০০টি যন্ত্রাংশের ৫০ শতাংশই ভারতের স্থানীয় কারখানাগুলিতে তৈরি বলে জানিয়েছে বিএমডব্লিউ। ২০০৭ সালের ২৯ মার্চ ভারতের চেন্নাইয়ের কারখানায় গাড়ির এ্যাসেম্বলিং শুরু করে সংস্থাটি।
×