ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে হঠাৎ পরিবহন ধর্মঘটের ডাক ॥ দুর্ভোগে যাত্রীরা

প্রকাশিত: ০৬:২৯, ১০ মে ২০১৫

রাজশাহীতে হঠাৎ  পরিবহন ধর্মঘটের  ডাক ॥ দুর্ভোগে  যাত্রীরা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী-বাঘা রুটে চালু হওয়া বিআরটিসির ডাবল ডেকার ও রাজশাহী-নওগাঁ রুটে চলাচলকারী সিএনজি-চালিত যানবাহন বন্ধের দাবিতে রাজশাহীতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। শনিবার দুপুর থেকে হঠাৎ এ ধর্মঘট শুরু হয়। ফলে বিভিন্ন গন্তব্যের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েন। দুপুরে ঘোষণা দিয়েই রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি জানান, শনিবার বেলা পৌনে ১২টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। এর আগে প্রশাসন ও কর্তৃপক্ষের সঙ্গে তাদের বৈঠক হয়েছিল। সেখানে রাজশাহী-বাঘা রুটে বিআরটিসি দোতলা বাস বন্ধের সিদ্ধান্ত হয়। কিন্তু শনিবার থেকে আবারও ওই রুটে এ বাস চলাচল শুরু হলে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘট ডাকে।
×