ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিসিএলে নাফীস-মোসাদ্দেক- সোহাগের সেঞ্চুরি

প্রকাশিত: ০৬:৪০, ১০ মে ২০১৫

বিসিএলে নাফীস-মোসাদ্দেক- সোহাগের সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ আগের দিনই বোঝা যাচ্ছিল বড় সংগ্রহ গড়বে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। ওপেনার শাহরিয়ার নাফীস, মোসাদ্দেক হোসেন ও সোহাগ গাজীর সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে তারা ওয়ালটন মধ্যাঞ্চলের বিরুদ্ধে। ফতুল্লায় শনিবার বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) চার দিনের ম্যাচে তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৩৮ রান তুলেছে। এগিয়ে গেছে ১২৫ রানে। মধ্যাঞ্চল প্রথম ইনিংসে ৪১৩ রান করেছিল। জবাবে আগের দিনই বিনা উইকেটে ১২৫ রান তুলেছিল দক্ষিণাঞ্চল। অবশ্য এনামুল হক বিজয় বেশিদূর যেতে পারেননি। দুর্দান্ত ফর্মে থাকা জাতীয় দলের এ ওপেনার ১৪০ বলে ৯ চার ও ১ ছক্কায় ৮৩ রান করে ফিরে যান। মোশাররফ হোসেনের ভয়াল ঘূর্ণিবলে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বসে দক্ষিণাঞ্চল। তবে চতুর্থ উইকেটে ১১৮ রানের জুটি গড়েন নাফীস ও মোসাদ্দেক। নাফীস ২২৩ বলে ১৯ চার ও ১ ছক্কায় ১৬১ রানে ফিরে গেলেও মোসাদ্দেক সপ্তম উইকেটে ১৮৫ রানের জুটি গড়েন সোহাগের সঙ্গে। মোসাদ্দেক ২১৮ বলে ১০ চার ও ৭ ছক্কায় ১৫৩ রান করে ফিরে যান। তবে তা-ব চালিয়ে সোহাগ অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। তিনি ১০২ বলে ৬ চার ও ৮ ছক্কায় ১০৬ রান নিয়ে ক্রিজে আছেন। দক্ষিণাঞ্চলের রানবন্যায় একমাত্র বাধা ছিলেন মোশাররফ। তিনি ১৭১ রান দিয়ে ৭ উইকেট দখল করেছেন।
×