ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইয়েমেনে মঙ্গলবার থেকে অস্ত্রবিরতি শুরু হচ্ছে ॥ সৌদি পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৭:৩২, ১০ মে ২০১৫

ইয়েমেনে মঙ্গলবার থেকে অস্ত্রবিরতি শুরু  হচ্ছে ॥ সৌদি পররাষ্ট্রমন্ত্রী

ইয়েমেনে মঙ্গলবার থেকে অস্ত্রবিরতি শুরু হচ্ছে বলে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আব্দেল আল-জুবেইর জানান। শুক্রবার তিনি বলেন, মানবিক কারণে এই অস্ত্রবিরতির সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর এএফপির। প্যারিসে উপসাগরীয় দেশগুলোর মন্ত্রীদের সঙ্গে এক বৈঠক শেষে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১২ মে মঙ্গলবার বেলা ১১টা থেকে অস্ত্রবিরতি শুরুর বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এ অস্ত্রবিরতি ৫ দিন কার্যকর থাকবে। এক সংবাদ সম্মেলনে জুবেইর এ কথা বলেন। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তার পাশে ছিলেন। জুবেইর বলেন, এই অস্ত্রবিরতির সফলতা পুরোপুরি নির্ভর করছে ইরান সমর্থিত শিয়া হুতি বিদ্রোহী ও তাদের মিত্রদের ওপর। এদিকে কেরি বলেন, এই অস্ত্রবিরতি একটি ‘নবায়নযোগ্য বিষয়।’ যদি এটা বজায় থাকে তবে ‘এটা বাড়ার সম্ভাবনার দ্বার উন্মুক্ত থাকবে।’ তিনি আরও জানান, যদি কেউ ইয়েমেনের মানুষের কথা চিন্তা করে তবে অস্ত্রবিরতি ভেঙ্গে গেলে দেশটিতে মানবিক বিপর্যয় দেখা দেয়ার বিষয়টি তাকে ভেবে দেখতে হবে।’
×