ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লভ্যাংশ পাঠিয়েছে উত্তরা ব্যাংক

প্রকাশিত: ০৭:৪২, ১০ মে ২০১৫

লভ্যাংশ পাঠিয়েছে উত্তরা ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকরীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে উত্তরা ব্যাংক নগদ লভ্যাংশের টাকা পাঠিয়েছে। আর যেসব শেয়ারহোল্ডারদের এনআরবি এবং ইনডেক্স নম্বরে হিসাব রয়েছে, তাদেরকে অফিস থেকে লভ্যাংশ সংগ্রহ করতে হবে। আগামী ১২ মে মঙ্গলবার থেকে ১৪ মে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরা ব্যাংকের হেড অফিসে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লভ্যাংশের টাকা সংগ্রহ করা যাবে। যারা নির্ধারিত তারিখের মধ্যে লভ্যাংশের টাকা সংগ্রহ করতে ব্যর্থ হবেন, তাদের টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে।
×