ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পশ্চিম পটিয়া-কর্ণফুলী ও বান্দরবান এলাকায় দুগ্ধ পল্লী গড়ে তোলা হবে

প্রকাশিত: ০৫:৫৮, ১১ মে ২০১৫

পশ্চিম পটিয়া-কর্ণফুলী ও  বান্দরবান এলাকায় দুগ্ধ  পল্লী গড়ে তোলা হবে

নিজস্ব সংবাদদাতা, পটিয়া ॥ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম বদরুল মজিদ বলেছেন, চট্টগ্রামের পশ্চিম পটিয়া-কর্ণফুলী ও বান্দরবান এলাকায় দুগ্ধ পল্লী হিসেবে গড়ে তোলা হবে। খামারিদের দাবির প্রেক্ষিতে পশ্চিম পটিয়া-কর্ণফুলী এলাকায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় লিমিটেডের (মিল্ক ভিটার) পূর্ণাঙ্গ কারখানা বাস্তবায়ন করা হবে। পূর্ণাঙ্গ কারখানা নির্মাণ হলে খামারিরা যেমনি লাভবান হবেন তেমনি মিল্ক ভিটার সকল পণ্য চট্টগ্রামে বাজারজাত করা সহজ হবে। শনিবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের সিডিএ আবাসিক এলাকার পাশে মিল্ক ভিটার পূর্ণাঙ্গ কারখানার প্রস্তাবিত জায়গা পরিদর্শনকালে অতিরিক্ত সচিব উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন মিল্ক ভিটার পরিচালক ও পশ্চিম পটিয়া-কর্ণফুলী ডেইরী এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন হায়দার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ডেপুটি চীফ মোঃ হুমায়ুন কবির, দুগ্ধ সমবায় সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আবছার চৌধুরী, মোঃ হারুন চৌধুরী নেভী, পশ্চিম পটিয়া-কর্ণফুলী ডেইরি এ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি জানে আলম, পটিয়া দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, দুগ্ধ সমবায় সমতির সভাপতি মুছা আদর্শ, বেলাল আহমদ, রিদোয়ান, আবদুল মান্নান, মোঃ ফোরকান, মাহমুদ হোসেন, মাঈনুদ্দিন, সালাউদ্দিন, মোঃ হারুন, মোঃ রাসেল, আবদুর রহিম, আজিজুর রহমান পারভেজ। মিল্ক ভিটার পরিচালক নাজিম উদ্দিন হায়দারের দুগ্ধ খামার পরিদর্শন করে সচিব সন্তোষ প্রকাশ করে বলেন, এখানকার প্রান্তিক খামারিদের সুবিধার্থে যা যা করা দরকার তা শীঘ্রই বাস্তবায়ন করা হবে।
×