ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবহেলায় রোগীর মৃত্যু ॥ না’গঞ্জে ডাক্তারসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬:১৬, ১১ মে ২০১৫

অবহেলায় রোগীর মৃত্যু ॥ না’গঞ্জে ডাক্তারসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ১০ মে ॥ নারায়ণগঞ্জ শহরের একটি ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় সাজেদা বেগম (৪৮) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদ করায় ক্লিনিকের ভাড়াটে লোকজন নিহতের বেশ কয়েকজন আত্মীয়-স্বজনকে মারধর করে। শনিবার রাত ৩টায় শহরের ডন চেম্বার এলাকায় অবস্থিত সেলিনা মেমোরিয়াল হাসপাতালে রোগী মৃত্যুর ওই ঘটনা ঘটে। ওই রোগীর মৃত্যুর পর ক্লিনিকের নার্স ও স্টাফরা পালিয়ে যায়। নিহত সাজেদা বেগমের মেয়ে পলি বেগম জানান, নারায়ণগঞ্জ হাসপাতালের স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডাঃ জাহাঙ্গীর আলম শনিবার বিকেলে তার মায়ের জরায়ুর অপারেশন করেন। মধ্যরাত ১২টায় তার মায়ের পেটে ব্যথা শুরু হলে ডাঃ জাহাঙ্গীরকে ফোন করা হলে তিনি রবিবার সকালে আসবেন বলে জানিয়ে ফোন রেখে দেন। ওই সময় ক্লিনিকের নার্স ও স্টাফরা একটি ইনজেকশন তার মাকে পুশ করার পর অবস্থা আরও খারাপ হয়ে থাকে। রাত ৩টার দিকে তার মায়ের মৃত্যু হয়। এ ব্যাপারে অভিযুক্ত চিকিৎসক জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার চিকিৎসায় কোন ভুল ছিল না। হৃদরোগ থাকায় রোগীর মৃত্যু হয়েছে। সিভিল সার্জন ডাঃ দুলাল চন্দ্র সাহা জানান, আমরা বিষয়টি খতিয়ে দেখে অবশ্যই ব্যবস্থা নেব।
×