ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমি সুফিয়ানার ভক্ত ॥ শাহরিয়ার রাফাত

প্রকাশিত: ০৬:৩৬, ১১ মে ২০১৫

আমি সুফিয়ানার ভক্ত ॥ শাহরিয়ার রাফাত

স্টাফ রিপোর্টার ॥ এ প্রজন্মের শিল্পীদের মধ্যে যে ক’জন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন তাঁদের মধ্যে শাহরিয়ার রাফাত অন্যতম। তিনি একাধারে চলচ্চিত্র এবং অডিও এ্যালবাম দু’মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন। এখন পর্যন্ত প্রায় ২০টি চলচ্চিত্রে গান করেছেন। চলচ্চিত্র এবং অডিও এ্যালবামে গাওয়া তার বেশকিছু গান শ্রোতাপ্রিয় হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ‘ছাইয়া, চিন চিন ব্যথা, ‘শিরোনামে তুমি আমার’ উল্লেখযোগ্য। রাফাত বলেন, ‘ছাইয়া’ গানটি আমাকে শ্রোতামহলে পরিচয় এনে দেয় এবং ‘শিরোনামে তুমি আমার’ গানটি শ্রোতাদের ভালবাসা পাওয়ার সুযোগ তৈরি করে। পাশাপাশি স্টেজে শো নিয়েও তার ব্যস্ততার কমতি নেই তার। ইতোমধ্যে আসছে ঈদকে মাথায় রেখে শুরু করেছেন একটি সুফী গানের মিশ্র এ্যালবাম। এ এ্যালবামে সব কয়টি গানের কথা ও সুর থাকবে তার নিজের। এছাড়া তার ‘সুফিয়ানা ২’ এ্যালবাম থেকে বেশ কয়েকটি গানের ভিডিও নির্মাণ নিয়েও ব্যস্ত আছেন তিনি। গান গাওয়ার পাশাপাশি নিয়মিত সুরকার হিসেবে কাজ করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার সুরকার হওয়ার ইচ্ছে। গান গাওয়ার পাশাপাশি সুরকার হিসেবেও শ্রোতাদের ভাল কিছু গান উপহার দিতে চাই। রাফাত ২০০৬ সালে ক্লোজওয়ান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেরাদের মধ্যে এগারোতম হয়েছিলেন। টেলিভিশনে গানের লাইভ অনুষ্ঠানে তার উপস্থিতি চোখে পড়ার মতো। রাফাতের ছোট বেলা থেকেই ছিল গানের প্রতি অপার ভাল লাগা। খুব ছোট বেলা থেকেই সব ধরনের গান শোনার প্রতি বিশেষ ভাল লাগা কাজ করত তার। তবে সুফি গানের সঙ্গে তিনি ছোট থেকেই বড় হয়েছেন। রাফাত গান নিয়ে তার স্বপ্নের কথা বলতে গিয়ে বলেন, আমি সুফিয়ানা ও রকের মিশ্রণে একটি আলাদা ঘরানার গান গাইতে পছন্দ করি। আমি চাই আমার একটা ভিন্ন ঘরানা তৈরি হোক। যাতে সবাই আমাকে আমার গান চেনে। সারা জীবন বাংলা গানের সঙ্গে থাকতে চাই।
×