ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেক্সিকোতে টিকা দেয়ার পর ২ শিশুর মৃত্যু, অসুস্থ ৩৭

প্রকাশিত: ০৬:৪৭, ১১ মে ২০১৫

মেক্সিকোতে টিকা দেয়ার পর ২ শিশুর মৃত্যু, অসুস্থ ৩৭

মেক্সিকোর দক্ষিণাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে শিশুদের টিকা দেয়ার পর অন্তত ২ শিশু মারা গেছে এবং আরও ৩৭ জন অসুস্থ হয়ে পড়েছে। শনিবার কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপির। চিয়াপাস রাজ্যের সরকার জানিয়েছে, শিশুদের দু’জনের বয়সই এক বছর। অসুস্থ শিশুদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। দাতব্য প্রতিষ্ঠান পিপল হু বিলিভ জানায়, তোতজিল মায়া আদিবাসী সম্প্রদায়ের গ্রাম সিমোজোভেলে টিকাদান কর্মসূচীর পর এক বছর বয়সী একটি ছেলে ও একই বয়সী একটি মেয়ে মারা গেছে। গ্রামটি লা পিমিন্তায় অবস্থিত।
×