ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বটতলার ‘খনা’ নাটকের ৫০তম মঞ্চায়ন

প্রকাশিত: ০৪:১০, ১২ মে ২০১৫

বটতলার ‘খনা’ নাটকের ৫০তম মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ বটতলা নাট্যদলের তৃতীয় প্রযোজনা ‘খনা’ নাটকে ৫০তম মঞ্চায়ন হতে যাচ্ছে। দলসুত্রে জানা গেছে আগামী ১৬ মে শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির ৫০তম মঞ্চায়ন হবে। নাটকটি রচনা করেছেন সামিনা লুৎফা নিত্রা।নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। দল সুত্রে আরও জানা গেছে এই বিশেষ প্রদর্শনী উপলক্ষে এক পরিকল্পনা নিয়েছে দল কর্তৃপক্ষ। আর এই প্রদর্শনীতে দর্শকদের জন্য থাকছে নতুনত্ব ও কিছু চমক। এছাড়াও বটতলার যে সকল সদস্য ‘খনা’ নাটকের ৫০টি প্রদর্শনীতেই অভিনয় করেছেন তাদেরকে সম্মাননা পদক দেয়া হবে। পুরাতন, নতুন সকল অভিনেতারই সম্মিলন ঘটবে এই উৎসবে। উপস্থিত থাকবেন দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। খনা নাটকের বিভিন্ন চরিত্রে অভিন করেছেন মোহাম্মদ আলী হায়দার, ইমরান খান মুন্না, চন্দন পাল, তৌফিক হাসান, খালিদ হোসেন রুমী, মিজানুর রহমান, আব্দুল কাদের, সামিনা লুৎফা নিত্রা, পঙ্কজ মজুমদার, শারমিন ইতি, জিয়াউল আবেদীন রাখাল, বাকিরুল ইসলাম, হাসনাইন সিকদার, ইভান রিয়াজ, সেউতি শাহগুফতা, সুবীর কুমার বিশ্বাস, কাজী রোকসানা রুমা প্রমুখ। নাটকের মঞ্চ ও আলোক পরিকল্পনা আবু আউদ আশরাফী, সুর ও সঙ্গীত ব্রাত্য আমিন, শারমিন ইতি ও জিয়াউল আবেদীন রাখাল, পোষাক পরিকল্পনা তাহমিনা সুলতানা মৌ ও তৌফিক হাসান ভূঁইয়া, কোরিওগ্রাফি মোহাম্মদ রাফি ও নাসির উদ্দিন নাদিম।
×