ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদারীপুরে দুদক মহাপরিচালক সমাজ থেকে দুর্নীতির বিষবৃক্ষ উৎপাটন করতে হবে

প্রকাশিত: ০৫:৫৬, ১২ মে ২০১৫

মাদারীপুরে দুদক মহাপরিচালক সমাজ থেকে দুর্নীতির  বিষবৃক্ষ উৎপাটন  করতে হবে

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১১ মে ॥ দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ড. মোঃ শামসুল আরেফিন বলেছেন, সকলের সমন্বয়ে সমাজ থেকে দুর্নীতির বিষবৃক্ষ উৎপাটন করতে হবে। এজন্য স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রত্যেকটি ইউনিয়নের আর্থিক বাজেটে দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত একটি খাত প্রণয়ন করতে হবে। তিনি সোমবার সকাল ১১টায় মাদারীপুর লিগাল এইড এ্যাসোসিয়েশনের ট্রেনিং সেন্টারে “দুর্নীতি প্রতিরোধে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ভূমিকা শীর্ষক” এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জিআইজেডের সিনিয়র এ্যাডভাইজার টিম ফানমুলার, মাদারীপুর লিগাল এইড এ্যাসোসিয়েশনের সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক, প্রধান সমন্বয়কারী খান মোঃ শহীদ, জেআইজেডের কর্মকর্তা মোঃ আলী রেজা, প্রোগ্রাম ম্যানেজার আবু দাউদ শামীম প্রমুখ। সভায় লিগাল এইড এ্যাসোসিয়েশন কর্ম এলাকা মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার ৩০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিপিসি, সিপিএফ, শিক্ষকরা উপস্থিত ছিলেন।
×