ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে ৬ লাখ টাকা উত্তোলন

প্রকাশিত: ০৫:৫৭, ১২ মে ২০১৫

নেত্রকোনায় স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে ৬ লাখ টাকা উত্তোলন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১১ মে ॥ বাংলাদেশ কৃষি ব্যাংকের নেত্রকোনা শাখা থেকে চেক জালিয়াতির মাধ্যমে পাঁচ লাখ ৮০ হাজার টাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। পরে আব্দুল মান্নান নামে ব্যাংকের এক কর্মচারীর কাছ থেকে ওই টাকা আদায় করা হয়। অপরদিকে ভুয়া চেকের মাধ্যমে টাকা তোলার সময় সানোয়ার নামে এক প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে সোনালী ব্যাংকের মদন শাখা কর্তৃপক্ষ। তার বাড়ি মাদারীপুর সদর উপজেলার গণশ্রী গ্রামে। জানা গেছে, কৃষি ব্যাংকের নেত্রকোনা শাখায় জেলা শহরের দক্ষিণ নাগড়ার শাহ্ আলম নামে এক গ্রাহকের হিসাব নম্বরে মাত্র এক হাজার টাকা জমা রয়েছে। অথচ রবিবার তার হিসাব নম্বরের বিপরীতে একটি চেকের মাধ্যমে তিন লাখ এবং অপর একটি চেকের মাধ্যমে দুই লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপক পান্নালাল কর্মকার জানান, জালিয়াতকারী ব্যক্তি দু’জন কর্মকর্তার স্বাক্ষর জাল করে চেক জমা দেয়ায় ক্যাশিয়ার জহিরুল কবির বিষয়টি বুঝতে পারেননি। সন্ধ্যার পর ব্যাংকের হিসাব মেলানোর সময় জালিয়াতির ঘটনাটি ধরা পড়ে। পরে সদর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ব্যাংকটির বার্তাবাহক আব্দুল মান্নানকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। ব্যাংক সূত্র জানায়, শাহ্ আলম নামের ওই গ্রাহক ব্যাংকের হিসাব নম্বর খোলার সময় বার্তাবাহক আব্দুল মান্নান তাঁকে শনাক্ত করেছিলেন। ঘটনার পর থেকে গ্রাহক শাহ্ আলমের হদিস মিলছে না। ব্যবস্থাপক জানান, বার্তাবাহক আব্দুল মান্নান সোমবার সব টাকা জমা দিয়েছেন। এ কারণে থানায় মামলা দায়ের করা হয়নি। তবে বিভাগীয়ভাবে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে সোনালী ব্যাংকের মদন উপজেলা সদর শাখা থেকে ভুয়া চেকের মাধ্যমে এক লাখ ৭০ হাজার টাকা তুলতে গিয়ে সোমবার সানোয়ার নামে এক প্রতারক ধরা পড়েছে। মদন থানার ওসি (তদন্ত) সামছুল আলম সিদ্দিকী জানান, মাদারীপুর সদর উপজেলার গণশ্রী গ্রামের সানোয়ার হোসেন সোমবার মোঃ হাসান নামের অপর এক গ্রাহকের হিসাব নম্বর থেকে বেয়ারার চেকের মাধ্যমে এক লাখ ৭০ হাজার টাকা তুলতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ যাচাই করে দেখেন ওই হিসাব নম্বরে টাকা জমা আছে মাত্র দুই হাজার। এতে কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
×