ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দালালরা বহাল তবিয়তে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে

যশোরে এ পর্যন্ত তিন মালয়েশিয়াগামী নিহত, নিখোঁজ ৮

প্রকাশিত: ০৩:৪৬, ১৩ মে ২০১৫

যশোরে এ পর্যন্ত তিন মালয়েশিয়াগামী নিহত, নিখোঁজ ৮

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সদর উপজেলার কুয়াদা এলাকায় মালয়োশিয়ায় যাওয়ার পথে ৩ জন নিহত হয়েছে। এর মধ্যে একজনের লাশ ফেরত নিয়ে আসা হয়েছে, নিখোঁজ রয়েছে ৮ জন। যেসব দালালদের মাধ্যমে তারা বিদেশে পাড়ি জমিয়েছিল, তারা রয়েছে বহাল তবিয়তে। জানা গেছে, সম্প্রতি মালয়েশিয়া যাওয়ার পথে দুই মাসের বেশি সময় নিখোঁজ রয়েছে যশোর সদরের সিরাজসিংগা গ্রামের আজিজের ছেলে মোস্তাফিজুর রহমান টিটো, ইব্রাহীম হোসেনের ছেলে হালিম, ডহরসিংগা গ্রামের এশা গাজীর ছেলে আব্দুর রহিম, একই এলাকার মতিয়ার রহমানের ছেলে শহিদ, ভাটপাড়া গ্রামের আবুল খায়েরের ছেলে সাইফুল ইসলাম, বাহিরমল্লিক গ্রামের সিরাজের ছেলে মহুরি সাইফুল, বোয়ালিয়াঘাট গ্রামের সাহেব আলীর ছেলে রনি, একই এলাকার আনারুল। এছাড়া সিরাজসিংগা গ্রামের আব্দুল গণির ছেলে লাল্টু, একই এলাকার শামছুদ্দীন গাজীর ছেলে শহিদুল ইসলাম ও ডহরসিংগা গ্রামের মন্টু গাজীর ছেলে ইয়ার আলী মারা গেছে বলে জানা গেছে। এদের মধ্যে লাল্টুর মৃতদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বাকি দুই জনের মৃতদেহ পানিতে ফেলে দিয়েছে বলে তাদের পরিবারের লোকজন জানতে পেরেছেন। এলাকাবাসী জানায়, যশোর সদরের কুয়াদা এলাকায় দীর্ঘদিন আদম ব্যবসায়ী সিরাজসিংগা গ্রামের মৃত সুরোত আলীর ছেলে কাওসার, সতীঘাটা কামালপুর গ্রামের হাফিজের ছেলে ইব্রাহীম, সতীঘাটা তোলাগোলদার পাড়া গ্রামের হাসানের ছেলে রিয়াজ, একই এলাকার হাকিমের ছেলে আনার, বোলিয়ানপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর, জামজামি গ্রামের মৃত মোজাম গাজীর ছেলে আজিজ, রামপুর গ্রামের জমির গাজির ছেলে গোলাম হোসেন, ব্রাহ্মণডাঙ্গা গ্রামের জঙ্গুলের ছেলে ছুন্নত, উত্তরপাড়া গ্রামের মৃত সলেমানের ছেলে আরিফ একই এলাকার রিয়া, সতীঘাটা এলাকার রেজা, সিরাজ সিংগা গ্রামের নূর আলী মোড়লের ছেলে রবিউল ও তার ভাই রফিকুল, মৃত এরশাদ আলীর ছেলে শফিয়ার, মৃত খোদা বক্শ গাজীর ছেলে সাহেব আলী ও তার জামাই মাসুদসহ কুয়াদা এলাকায় প্রায় দেড় ডজন আদমব্যাপারী রয়েছে। এরা সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নদী পথে মালয়েশিয়া নিয়ে যায়। আদমব্যাপারী আনার এক মাস আগে ভাটপাড়া গ্রামের আবুল খায়েরের ছেলে সাইফুল ইসলাম, বাহিরমল্লিক গ্রামের সিরাজের ছেলে মহুরি সাইফুল মালয়েশিয়ার কাছাকাছি পৌঁছে গেছে বলে পরিবারকে জানায়। তবে তাদের আর কোন খোঁজ নেই। তাদের কাছ থেকে দালালরা আড়াই লাখ করে টাকা নিয়েছে।
×