ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় চালক ও শিশুসহ নিহত ৬

প্রকাশিত: ০৩:৪৭, ১৩ মে ২০১৫

সড়ক দুর্ঘটনায় চালক ও শিশুসহ নিহত ৬

জনকণ্ঠ ডেস্ক ॥ মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে চালক ও শিশুসহ নিহত হয়েছে পাঁচ জন। আহত হয়েছে আটজন। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর। সিলেট ॥ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় গোয়াইনঘাট উপজেলার হরিপুর- ধোপাগুল সড়কের ফতেহপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি শিশুর মৃত্যু ঘটেছে। নিহত মোজাম্মেল আলী (৯) সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর প্রথমখ- গ্রামের মখন মিয়ার ছেলে। সে ফতেহপুর নুরানী কিন্ডারগার্টেন মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্র। মাদ্রাসা ছুটির পর মোজাম্মেল বাড়ি ফেরার পথে ফতেহপুর এলাকায় ব্যাটারিচালিত টমটম গাড়ি তাকে চাপা দেয়। বরিশাল ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গড়িয়ারপাড় নামক এলাকায় মঙ্গলবার সকালে ইট বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে মনির হোসেন (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছে। নিহত মনির কাশিপুরের তিলক গ্রামের মনু মোল্লার পুত্র। হবিগঞ্জ ॥ মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ সদর উপজেলাধীন শায়েস্তাগঞ্জ থানার সম্মুখে ট্রাক ও প্রাইভেট কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কারচালক খসরু মিয়া (২৩) ঘটনাস্থলেই নিহত এবং আহত হয়েছেন তিন জন। নিহত চালকের বাড়ি হবিগঞ্জের উপজেলা নবীগঞ্জের পল্লী দেপাড়া গ্রামে। গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় অলোক ম-ল (১৭) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত পাঁচ জন। মঙ্গলবার সকাল ৭টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে সদর উপজেলার ডেমরাশুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত অলোক ম-ল ডোমরাশুর গ্রামের শ্যামল ম-লের ছেলে। এ বছর এসএসসি পরীক্ষায় সে অংশ নিয়েছিল। সদর থানার ওসি জাকির হোসেন মোল্লা জানিয়েছেন, কোটালীপাড়া থেকে ছেড়ে আসা ধান-বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ইজিবাইককে চাপা দিয়ে উল্টে খাদে পড়ে যায়। সিদ্ধিরগঞ্জ ॥ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিজের ট্রাক্টরের নিচে চাপা পড়ে নিহত হয়েছে ট্রাক্টর চালক আব্দুল বাতেন (৪০)। মঙ্গলবার দুপুর পৌনে ১টায় উপজেলা পিরোজপুর ইউনিয়নের ছোট নয়াগাঁও বালু নিয়ে যাওয়ার পথে ট্রাক্টরটি উল্টে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলা মেঘনা এলাকা থেকে বালু ভর্তি ট্রাক্টর নিয়ে আব্দুল বাতেন ছোট নয়াগাঁও এলাকায় যাচ্ছিল। পথে ছোট নয়াগাঁও এলাকার কাছাকাছি মোড়ে ট্রাক্টরটি অতিরিক্ত বালু নেয়ায় আকস্মিক উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ট্রাক্টর চালক বাতেন ছিটকে গিয়ে ওই ট্রাক্টরের চাকার নিয়ে পড়ে। চাঁদপুর ॥ চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে পিটিআই প্রশিক্ষণার্থী সালমা বেগম (৩৫) ট্রাক্টরের ধাক্কায় নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হাজীগঞ্জ উপজেলার পিটিআই মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সালমা সদর উপজেলার ৬নং আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
×