ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ॥ দেড় লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ০৬:০৪, ১৩ মে ২০১৫

গাজীপুরে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ॥ দেড় লাখ টাকা ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১২ মে ॥ গাজীপুরে ডিবি পুলিশের পরিচয়ে বাস থেকে নামিয়ে মঙ্গলবার দিনেদুপুরে গার্মেন্টসের এক কর্মকর্তাকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। পরে মারধর করে প্রায় দেড় লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে তাকে বনের মধ্যে ফেলে যায় তারা। অপহৃতের নাম মনোয়ার হোসেন (৩৪)। তিনি ঢাকার ধামরাইয়ের শুয়াপুর ইউনিয়নের কুড়ুঙ্গী এলাকার মৃত আমিজ উদ্দিনের ছেলে। অপহৃতের বড় ভাই মুকুল হোসেন ও স্থানীয়রা জানান, শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার আনোয়ারা নিটওয়্যার কারখানায় কোয়ালিটি ইনচার্জ পদে চাকরি করেন মনোয়ার হোসেন (৩৪)। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি ইসলামী ব্যাংক মাওনা শাখায় তার একটি ডিপিএস ভাঙ্গিয়ে এক লাখ ৪৪ হাজার টাকা উত্তোলন করেন। পরে টাকা নিয়ে সেখান থেকে বাসে চড়ে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় একটি মাইক্রোবাস এসে যাত্রীবাহী ওই বাসটির গতিরোধ করে। অবৈধভাবে ভারত যাওয়ার পথে পাচারকারীসহ ২৪ জন আটক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে এক পাচারকারীসহ ২৪ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার ভোরে সদর উপজেলার ভোমরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। পরে তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়। আটককৃতদের বাড়ি সাতক্ষীরা, যশোর, ফেনী, খুলনা, নোয়াখালী ও ময়মনসিংহ জেলায়। সেই শিক্ষকের শাস্তি দাবি নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১২ মে ॥ সহকর্মীর স্ত্রীর গোসলের দৃশ্য ধারণের মামলায় গ্রেফতার ভাঙ্গায় কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর মাতুব্বরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুর শহরে মানববন্ধন করেছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। পরে জেলা প্রশাসকের কাছে একই দাবিতে দেয়া হয়েছে স্মারকলিপি। শিশু স্বাস্থ্য কর্মসূচী নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১২ মে ॥ সোমবার সন্ধ্যায় নওগাঁর ধামইরহাটে ‘শিশু স্বাস্থ্য এখনই’ প্রচারাভিযান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এডিপির সহযোগিতায় উপজেলার ফোকাস এলাকার সর্বস্তরের জনগোষ্ঠীকে নিয়ে ‘শিশু স্বাস্থ্য এখনই’ এই শিরোনামে এক ভিন্নধর্মী প্রচারাভিযান ধামইরহাট বালিকা বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়। গত ৪ মে থেকে ১১ মে পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেনমঈন উদ্দিন, হোসেন আহমেদ প্রমুখ।
×