ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবার আসছে এল-নিনো, খরার আশঙ্কা

প্রকাশিত: ০৬:০২, ১৪ মে ২০১৫

আবার আসছে এল-নিনো, খরার আশঙ্কা

ফের এল-নিনোর হানা! খরার আশঙ্কায় প্রমাদ গুনছে ভারতসহ এশিয়ার কৃষিপ্রধান দেশগুলো। মঙ্গলবার জাপানের আবহাওয়া দফতরের পক্ষ থেকে এমনই সতর্কতা জারি করা হয়েছে : এ বছর ফিরতে পারে এল-নিনো। ২০০৯-এ উষ্ণ স্রোত এল-নিনোর প্রভাবে অস্ট্রেলিয়ায় খরার প্রকোপ দেখা দিয়েছিল। মাঠের ফসল সব শুকিয়ে কাঠ হয়ে যায়। বেড়ে যায় ফসলের দাম। ৪০ বছরে দেশে তেমন খরা হয়নি? সেই এল-নিনো ফিরলে একই ঘটনার পুনরাবৃত্তি হবে?এশিয়ার বিভিন্ন দেশের অর্থনীতিই মূলত কৃষিনির্ভর?ক্ষতিগ্রস্ত হতে পারেন ভারতের কৃষকরাও?চলতি বছরে প্রতিকূল আবহাওয়ার ফলে চাষাবাদে এমনিতেই তেমন সুবিধে হয়নি? তবে জুনে নির্দিষ্ট সময়েই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে?যদিও বৃষ্টি কম হতে পারে, এমন সম্ভাবনায় আগেভাগেই মুষড়ে আছেন কৃষকেরা?এরই মধ্যে নতুন শঙ্কা এল-নিনোর?ক্ষতি হতে পারে ধান, ভুট্টা, তৈলবীজের চাষে? খবর আজকাল পত্রিকার।
×