ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অলৌকিক

প্রকাশিত: ০৫:২৮, ১৬ মে ২০১৫

অলৌকিক

চীনের দক্ষিণের গুয়াং শিং প্রদেশে এক দম্পতির ঠোঁটকাটা নবজাতক জন্ম নেয়ায় শিশুটিকে দাফন করে দেয়া হয়েছিল। কিন্তু আট দিন পরেও শিশুটি জীবিত উদ্ধার হয়। বার্তা সংস্থা এএফপি চীনের বেজিং থেকে স্থানীয় একটি অনলাইন পত্রিকার বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে। ঠোঁটকাটা বলে বাবা-মা চায়নি শিশুটিকে লালন পালন করতে। এ জন্য তারা দূরের একটি গ্রামে বাচ্চাটিকে ফেলে দেয়। এমনকি দুই দিন পর বাচ্চাটির মৃত্যু নিশ্চিত হওয়ার পর তাকে কাঠের বাক্সে দাফন করে দেয়া হয়। কিন্তু শিশুটি তখনও জীবিত। চীনের প্রধান টিভি চ্যানেল সিসিটিভি তার অফিসিয়াল সাইটে বলে, নবজাতককে জুতার বাক্সের সাইজের একটি বাক্সে দাফন করা হয়। কিন্তু বাক্সের আশপাশে গজিয়ে ওঠা উঁচু ঘাস থেকে শিশুটি অক্সিজেন পায়। প্রথমে শিশুটির সন্ধান দেন এক মহিলা। তিনি শিশুটির কান্নার আওয়াজ শুনেই শিশুটিকে উদ্ধার করেন। এ নবজাতকের চিকিৎসকরা বাচ্চাটির চিকিৎসার সময় মুখ থেকে মাটি বের করেন। এ ঘটনায় শিশুটির ৩ আত্মীয়সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সূত্র : ডি ডব্লিউ
×