ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মহাখালীর সাততলা বস্তিতে আগুন ॥ পুড়েছে অর্ধশত ঘর, কয়েকজন দগ্ধ

প্রকাশিত: ০৫:৩২, ১৬ মে ২০১৫

মহাখালীর সাততলা বস্তিতে আগুন ॥ পুড়েছে অর্ধশত ঘর, কয়েকজন দগ্ধ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার মহাখালী সাততলা বস্তিতে আগুন লেগে অন্তত অর্ধশত ঘর পুড়ে গেছে। দগ্ধ হয়েছেন বাবা-ছেলেসহ বেশ কয়েকজন। এছাড়া নয়াপল্টনে বহুতল বাণিজ্যিক ভবন কাশফিয়াতে অগ্নিকান্ডের ঘটনায় ভবনটির তৃতীয় তলার মালামাল পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার ভোর পাঁচটার দিকে সাততলা বস্তিতে আগুন লাগে। অগ্নিকা-ের সময় বস্তির বাসিন্দাদের প্রায় সবাই ঘুমে ছিলেন। আচমকা আগুন আগুন চিৎকারে বস্তিসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শত শত বস্তিবাসী রাস্তার দিকে দৌড়াতে থাকে। পুরো এলাকায় হৈইচৈ পড়ে যায়। আগুনে আবু আকবর (৪৫) ও তার ছেলে আবু কাওসারসহ (২০) বেশ কয়েকজন দগ্ধ হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি চিকিৎসা দেয়া হচ্ছে। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা ভজন কুমার সরকার জানান, সাতটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে পুড়ে যাওয়াসহ প্রায় অর্ধশত কাঁচাপাঁকা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকজন বস্তিবাসী দগ্ধও হয়েছেন। একটি ছাগল পুড়ে মারা গেছে বলে দগ্ধরা জানান। বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকা-ের ঘটনাটি ঘটতে পারে বলে ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা। শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পূর্বদিকের ‘কাশফিয়া’ ভবনে আগুন লাগে। ভবনটির তৃতীয় তলার সব মালামাল পুড়ে যায়। ভবনটিতে অবস্থিত কড়াই গোশত নামের একটি হোটেলেও আগুন ছড়িয়ে পড়েছিল। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা ভজন কুমার সরকার জানান, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সন্ধ্যা সোয়া ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বহুতল বাণিজ্যিক ভবন কাশফিয়ার তৃতীয় তলার মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। কোন হতাহতের ঘটনা ঘটেনি।
×