ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝুঁকিপূর্ণ সাঁকোয় দশ হাজার মানুষের চলাচল

প্রকাশিত: ০৫:৪৪, ১৬ মে ২০১৫

ঝুঁকিপূর্ণ সাঁকোয় দশ হাজার মানুষের চলাচল

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, থেকে জানান, চাঁদপুর সদর উপজেলার তরপুরচ-ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের (উত্তর-পশ্চিম তরপুরচ-ী) পুরান্দপুর খালের ওপর সেতু না থাকায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোয় প্রতিদিন চলাচল করছে কয়েক সহ¯্রাধিক মানুষ। সাঁকোটি নড়বড়ে হয়ে যাওয়ায় প্রতিদিনই ছোটবড় দুর্ঘটনার শিকার হচ্ছে লোকজন। এ পর্যন্ত প্রায় ১০ স্কুল শিক্ষার্থী সাঁকো থেকে পড়ে আহত হয়েছে। এলাকাবাসী জানায়,সাঁকো দিয়ে প্রতিদিন উত্তর-পশ্চিম তরপুরচ-ী গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পার হয়। সাঁকো পার হয়ে প্রতিদিন এ গ্রামের মানুষজন সদর উপজেলায়, স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াত করে। তরপুরচ-ী জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়, পশ্চিম তরপুরচ-ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, আলী দাখিল মাদ্রাসা, আদর্শ শিশু একাডেমি ও আল শরীফ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিন এ সাঁকো দিয়ে পার হতে হয়। গ্রামবাসী জানান, সেতুর জন্য অর্থ বরাদ্দ না পাওয়ায় তরপুরচ-ী ইউনিয়ন বাঁশের সাঁকো নির্মাণ করে দেয়া হয়। এ যাবত সাঁকোটি বহুবার নির্মাণ করা হয়েছে। প্রতিবছর সাঁকোটির সংস্কার করা হলেও মানুষের চাপে তা এক বছরের বেশি টেকে না। সম্প্রতি এটি আবারও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গ্রামের মোঃ শাহজাহান বেপারি বলেন, আমাদের এখানে ব্রিজ নির্মাণ করা হলে ছেলেমেয়েদের স্কুল-কলেজ যেতে সুবিধা হতো। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, পুরান্দপুর খালের ওপর সেতু নির্মাণের দাবি বিভিন্ন সময় স্থানীয় সাংসদের কাছে করেছি।
×