ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলফামারীর ডিমলা-ডালিয়া সড়ক সংস্কারের অভাবে জনদুর্ভোগ

প্রকাশিত: ০৪:১৪, ১৭ মে ২০১৫

নীলফামারীর ডিমলা-ডালিয়া সড়ক সংস্কারের অভাবে জনদুর্ভোগ

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ সংস্কারের অভাবে ডিমলা উপজেলার সুটিবাড়ি ডালিয়া সড়কের প্রায় তিন কিলোমিটার এলাকা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে ওই পথে চলাচলে চরমভাবে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। প্রায় দেড় বছর ধরে এ অবস্থা চললেও সড়কটি সংস্কার করছে না সংশ্লিষ্টরা। এলাকাবাসী জানায়, ডিমলা উপজেলা শহর থেকে ডালিয়া পর্যন্ত এই সড়কের দূরত্ব প্রায় ১৩। এরপর এ সড়কটি ডালিয়ায় গিয়ে সংযুক্ত হয়েছে রংপুর, লালমনিরহাট, হাতিবান্ধা, পাটগ্রাম ও বুড়িমারি সড়কের সঙ্গে। ফলে প্রতিদিন ওই সড়কে বাস ট্রাকসহ অসংখ্য যানবাহনে চাপ থাকে অত্যন্ত বেশি। কিন্তু ডালিয়ার ওই সড়কের ছোটখাতা এলাকায় তিন কিলোমিটার পথ খানাখন্দে ভরে থাকায় দুর্ভোগের শিকার হতে হচ্ছে ওই পথের যাত্রী ও ব্যবসায়ীদের। সরেজমিনে দেখা যায়, ওই সড়কের বিস্তীর্ণ এলাকাজুড়ে খানাখন্দে ভরে গেছে। বৃষ্টির পানি ও কাদামাটিতে একাকার সড়কটি। এ সময় ওই পথের অটোরিক্সার যাত্রী ছোটখাতা গ্রামের লায়েম আল মামুনের (৩০) বলেন, রাস্তাটা ভয়াবহ খারাপ হয়েছে। প্রতিনিয়ত গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটছে। প্রায় দেড় দুই বছর ধরে সড়কটির এ অবস্থা চললেও দেখার কেউ নেই। এ সর্ম্পকে ডিমলা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জিকরুল আমিন বলেন, সড়কটির তিন কিলোমিটার সংস্কার করা জরুরী, কিন্তু বরাদ্দ না থাকায় করা যাচ্ছে না। স্থানীয় সংসদ সদস্য ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন সরকার বলেন, সড়কটি সংস্কারের বিষয়ে আমার নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল। আমি স্থানীয় সরকার বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু অর্থবরাদ্দ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। চলতি অর্থবছরে সড়কের সংস্কার কাজ শুরু করলে হয়তো ৯০ লাখ টাকায় হয়ে যেতো। তা না হলে সময় যত যাবে সড়কটি তত খারাপ হবে। এতে হয়তো সংস্কারে খরচ দ্বিগুণ বৃদ্ধি পাবে।
×