ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দোহায় গ্যাটলিনের গতিঝড়

প্রকাশিত: ০৬:০০, ১৭ মে ২০১৫

দোহায় গ্যাটলিনের গতিঝড়

স্পোর্টস রিপোর্টার ॥ গত কয়েক দিন ধরেই বাতাসে গুঞ্জন ছিল টর্নেডোর মতোই ধেয়ে আসছেন তিনি। বিদ্যুতগতির বিশ্বের ইতিহাসে দ্রুততম মানব উসাইন বোল্টও হার মেনে যাবেন। অপেক্ষা করছে বেজিং। আগামী আগস্টে হবে লড়াই। এগিয়ে যাওয়ার জন্য, একে অপরকে পেছনে ফেলার জন্য হবে শক্তি আর গতির লড়াই। তার আগেই যেন ড্রেস রিহার্সেল হিসেবে ‘বিদ্যুত’ বোল্টকে একটা সতর্ক সঙ্কেত দিয়ে দিলেন জাস্টিন গ্যাটলিন। এবার ডায়মন্ড লীগ মৌসুমের শুরুতেই তাক লাগিয়ে দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক এ বিশ্বরেকর্ডধারী স্প্রিন্টার। মাত্র ৯.৭৪ সেকেন্ড সময় নিয়ে পেরিয়ে গেলেন ১০০ মিটার! ইতিহাসের পঞ্চম সেরা টাইমিং গড়েছেন এবং এর পাশাপাশি নিজেকেই ছাড়িয়ে গেছেন গ্যাটলিন। আগে তার ক্যারিয়ার সেরা টাইমিং ছিল ৯.৭৭ সেকেন্ড। দোহায় পা রাখার পর থেকেই গ্যাটলিনের চোখে ভাসছে শুধু বোল্টের মুখচ্ছবি। এ জন্য অবশ্য আতঙ্ক, ভয়, মর্যাদাদান কিংবা চিরপ্রতিপক্ষ এসব কোন কারণ নয়। কাতারের আয়োজকরাই সে ব্যবস্থা করে রেখেছে। কারণ বোল্টের পোস্টারে ছেয়ে ছিল দোহা শহরের প্রতিটি অলিগলি। যদিও ডায়মন্ড লীগের এ শুরুর প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন না জ্যামাইকান তারকা বোল্ট। গত বছরও প্রায় পুরোটা সময় ট্র্যাকের বাইরে ছিলেন তিনি ইনজুরির কারণে। আর সেই সুযোগে ট্র্যাক এ্যান্ড ফিল্ডের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে সব আলো নিজের দিকে ঘুরিয়ে নিতে সক্ষম হয়েছেন গ্যাটলিন। ৩৩ বছর বয়সে এসে যেন আরও বেশি অপ্রতিরোধ্য এবং গতিধর হয়ে উঠেছেন এ মার্কিন স্প্রিন্টার। ক্রমেই হয়ে উঠছেন গতিধর চিতার ন্যায় ক্ষিপ্র। দুই মেয়াদে ডোপটেস্টে পজিটিভ হওয়ার কারণে চার বছর নিষেধাজ্ঞা ছিল। ২০০৬ থেকে সে কারণে ছিলেন ট্র্যাক এ্যান্ড ফিল্ডের বাইরে। ততদিনে বোল্ট নিজেকে সম্রাট হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। গ্যাটলিন আলোচনায় ফিরতে সময় লাগেনি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার কিছুদিনের মধ্যেই বিশ্বরেকর্ডধারী বোল্টকে হারিয়ে দেন রোম মিটে। দুই বছর আগে হওয়া সে লড়াইয়ের পর আর সাক্ষাত হয়নি তাদের। গত বছরটা বোল্টের অনুপস্থিতির মধ্যে দুর্দান্ত কাটিয়েছেন গ্যাটলিন। ১৮ রেসে অংশ নিয়ে সবটিতেই জিতেছেন তিনি। নিজেকে ভয়াবহ গতিময় হিসেবে প্রতিষ্ঠাও করেছেন। ফলে বোল্ট চলে গেছেন অন্তরালে। এ কারণে এখন সবাই তাকিয়ে আছেন গ্যাটলিন-বোল্ট লড়াইয়ের জন্য। কিন্তু সেটা হতে এখনও অনেক দেরি। আগস্টে হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপস আসর বেজিংয়ে।
×