ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিন্যান্স ও ব্যাংকিং

প্রকাশিত: ০৬:৩৮, ১৭ মে ২০১৫

ফিন্যান্স ও ব্যাংকিং

১. ব্যবসায় পতিষ্ঠানে ঝুঁকির সৃষ্টি হয় কোথা থেকে? ক) বিনিয়োগ থেকে খ) ব্যবসায় থেকে গ) বিচ্যুতি থেকে ঘ) গড়মিল থেকে ২. কেন্দ্রীয় ব্যাংক যখন প্রথম প্রতিষ্ঠিত হয় তখন এর প্রধান কাজ ছিল- র. নোট ও মুদ্রার প্রচলন রর. সরকারের পক্ষে অর্থ সংগ্রহ ররর. হিসাব সংরক্ষণ ও জমা রাখা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩. ঝগঝ-এর মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করলে তাকে কী বলা হয়? ক) কল সেন্টার খ) ফোন ব্যাংকিং গ) ঝগঝ ব্যাংকিং ঘ) ইন্টারনেট ব্যাংকিং ৪. রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংককে কেন সরকারি ব্যাংক বলা হয়? ক) অর্ধ-সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত খ) সম্পূর্ণভাবে সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত গ) বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ঘ) শুধুমাত্র সরকারি লোকের ব্যবহারযোগ্য বলে ৫. মেয়াদকাল বা বছর সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়? ক) স খ) হ গ) র ঘ) চঠ ৬. বন্ধকী ব্যাংক কোন ধরনের ঋণ প্রদান করে থাকে? ক) স্বল্পমেয়াদি খ) মধ্যমেয়াদি গ) দীর্ঘমেয়াদি ঘ) চিরস্থায়ী ৭. কোম্পানিসমূহ ডিবেঞ্চার হোল্ডারদের নির্দিষ্ট হারে কী প্রদান করে? ক) সম্পদ খ) সুদ গ) লভ্যাংশ ঘ) বন্ড ৮. ব্যাংকের সাফল্য অনেকাংশে নির্ভর করে কোন নীতির ওপর? ক) তারল্য নীতি খ) সুনামের নীতি গ) দক্ষতার নীতি ঘ) মিতব্যয়িতার নীতি ৯. ব্যবসায় লোকসান হলে ব্যক্তিগত সম্পত্তি হতে ক্ষতিপূরণ করা হয় কোন ব্যবসায়ে? ক) কোম্পানি ব্যবসায় খ) সমবায় ব্যবসায় গ) একমালিকানা ব্যবসায় ঘ) যৌথমূলধনী ব্যবসায় ১০. বাণিজ্যিক স্বার্থে পরিচালিত হয় বিধায় মুনাফা অর্জনই বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য। এ লক্ষ্যে মুখ্য ভুমিকা পালন করে- র. আমানত গ্রহণ ও মূলধন গঠন রর. ঋণদান ও বিনিময় বিল বাট্টাকরণ ররর. শেয়ার ও সিকউরিটি ক্রয় বিক্রয় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১১. মি. শামিম তার বইয়ের দোকানে একটি ফটোকপি মেশিন ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেছন। এটি কী ধরণের সিদ্ধান্ত ? ক) আয় সিদ্ধান্ত খ) অর্থায়ন সিদ্ধান্ত গ) বিনিয়োগ সিদ্ধান্ত ঘ) মুনাফা সিদ্ধান্ত ১২. মি. জিয়া একটি প্রকল্পে ১,০০০ টাকা ৫ বছরের জন্য বিনিয়োগ করেছেন। ৮% হারে দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে প্রকৃত সুদের হার কত হবে? ক) ২৮.০৮% খ) ৩৮.১২% গ) ৪৮.২০% ঘ) ৫৮.৬৯% ১৩. ইন্টারনেট ব্যাংকিংয়ের সুবিধা হলো- র. ঘরে বসে তহবিল স্থানান্তর করা রর. হিসাবের বিবরণী জানা যায় ররর. বিল প্রদান করা যায় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৪. কোনো নিরক্ষর ব্যক্তি ব্যাংকে হিসাব খুলতে চাইলে তাকে ব্যাংক ম্যানেজারের সম্মুখে কী করতে হয়? ক) মৌখিক সম্মতি প্রদান করতে হয় খ) টিপসই দিতে হয় গ) বৃদ্ধাঙ্গুলির ছাপ হিতে হয় ঘ) বামহাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ বা টিপসই দিতে হয় ১৫. বাণিজ্যিক ব্যাংকের বিশেষ উদ্দেশ্য কী? ক) মুনাফা অর্জন খ) জনকল্যাণ গ) বিনিয়োগ বৃদ্ধি ঘ) মূলধন গঠন ১৬. সরকারি অর্থায়নে আলোচিত বিষয় হলো- র অর্থ সংগ্রহের উৎস নির্ধারণ রর বাৎসরিক ব্যয় নিরূপণ ররর বাট্টা হার নির্ধারণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৭. ব্যাংক মালিকের বিনিয়োগ তখনই সার্থক যখন- র. তাদের বিনিয়োগে দেশে উৎপাদন বৃদ্ধি পায় রর. জনগণের উদ্দেশ্যে তারা শেয়ার বিক্রয় করে ররর. তাদের বিনিয়োগে জাতীয় আয় বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক? ক) র ও ররর খ) র গ) রর ঘ) ররর ১৮. ‘কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাংকিং সমাজের নেতা, রাজা ও সূর্য সবকিছু । নেতার মতো ব্যাংকিং রাজত্ব শাসন করে এবং সূর্যের মতো (অর্থ ও মুদ্রাবাজারে) জগতে আলো ও শক্তি দেয়।’- সংজ্ঞাটি কে দিয়েছেন? ক) অধ্যাপক সেয়ার্স খ) অধ্যাপক কিসচ গ) ড. এস. এন. সেন ঘ) অধ্যাপক এলকিন ১৯. ঝুঁকি বন্টনের নীতি অনুসরণের মাধ্যমে কোন পরিস্থিতিতেও প্রত্যাশিত মুনাফা অর্জন সম্ভব? ক) আকস্মিক দুর্ঘটনার ক্ষেত্রে খ) প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে গ) অনিশ্চিত বাজারের ক্ষেত্রে ঘ) রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ক্ষেত্রে
×