ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রেকর্ড গড়েও ‘শূন্য’ রোনাল্ডো

প্রকাশিত: ০৬:০৪, ১৯ মে ২০১৫

রেকর্ড গড়েও ‘শূন্য’ রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মৌসুমের শুরু থেকেই আছেন তুখোড় ফর্মে, গোল করছেন নিয়মিত। এরপরও প্রাপ্তির খাতায় কিছুই যোগ হচ্ছে না বর্তমান ফিফা সেরা ফুটবলারের! শূন্য থেকেই শেষ করতে হচ্ছে ২০১৪-১৫ ফুটবল মৌসুম। কারণ তার দল রিয়াল মাদ্রিদ চলতি মৌসুমে একটি শিরোপারও স্বাদ পাচ্ছে না এটা নিশ্চিত হয়েছে। রবিবার রাতের কথাই ধরুন। এই রাতে স্প্যানিশ লা লিগার শিরোপা পুনরুদ্ধার নিশ্চিত করেছে বার্সিলোনা। একই সময় এস্পানিওলের বিরুদ্ধে রিয়ালের হয়ে রেকর্ড হ্যাটট্রিক করেন রোনাল্ডো। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এই একটি আসরেই শিরোপার নিভু নিভু সম্ভাবনা ছিল গ্যালাক্টিকোদের। সেটাও অবশেষে নিভে গেছে। আর তাই রিক্ত হস্তেই মৌসুমকে বিদায় জানানোর অপেক্ষায় সি আর সেভেন। গত ১৪ মে জুভেন্টাসের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টাইন কিংবদন্তি আলফ্রেডো স্টেফানোর পাশে নাম লিখিয়েছিলেন রোনাল্ডো। ১৭ মে লা লিগায় এস্পানিওলের বিরুদ্ধে হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে দ্বিতীয় স্থানে উঠে আসেন এই পর্তুগীজ তারকা। রিয়ালের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৩১০ গোল করেছেন রোনাল্ডো। ম্যাচ খেলেছেন ২৯৯। ৩৯৬ ম্যাচে ৩০৭ গোল করে তৃতীয় স্থানে স্টেফানো। ৩২৩ গোল করা রাউল গঞ্জালেস সবার শীর্ষে। অবশ্য এই স্প্যানিশ স্ট্রাইকার ৭৪১ ম্যাচ খেলে এই কীর্তি গড়েন। একটি দিক দিয়ে রাউলকে এরই মধ্যে পেছনে ফেলেছেন রোনাল্ডো। ২০০৯ সালের জুলাইয়ে রিয়াল মাদ্রিদে যোগ দেয়া এই তারকা ২৯৯ ম্যাচ খেলেই মালিক হয়েছেন ৩১০ গোলের অনন্য সাফল্যের। রাউল তার ৩২৩ গোল করেছিলেন ৭৪১ ম্যাচ খেলে। শূন্য থাকলেও লা লিগায় এ মৌসুমে রোনাল্ডোর সর্বোচ্চ গোলদাতা হওয়া অনেকটাই নিশ্চিত। ৪৫ গোল করা এই পর্তুগীজ তারকাকে ছুঁতে হলে মৌসুমের শেষ ম্যাচে বার্সার হয়ে লিওনেল মেসিকে চার গোল করতে হবে। হ্যাটট্রিকের দিক থেকেও পিছিয়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। রোনাল্ডোর করা ৭ হ্যাটট্রিকের বিপরীতে মেসি করেছেন পাঁচ। অবশ্য গোলে সহায়তার ক্ষেত্রে এগিয়ে মেসি। সতীর্থদের দিয়ে তিনি ১৮ গোল করিয়েছেন। রোনাল্ডোর পাস থেকে তার সতীর্থরা করেছেন ১৬ গোল। অথচ সি আর সেভেনের জন্য এবারের মৌসুমটা ব্যক্তিগত সাফল্যের পসরা সাজিয়েই এসেছিল। কিন্তু চূড়ান্ত সাফল্য না পাওয়ার আপসোস থেকেই যাচ্ছে। সেই সঙ্গে আরও একটি বিষয় পোড়াতে পারে তাকে। তা হচ্ছে, লা লিগায় এবার নিয়ে তিনবার সর্বোচ্চ গোলদাতার হওয়ার গৌরবে ভাসতে যাচ্ছেন রোনাল্ডো, এই তিনবারের একবারও তার দল রিয়াল মাদ্রিদ শিরোপা জেতেনি। তাহলে কি রোনাল্ডোর সর্বোচ্চ গোলদাতা না হওয়ায় উচিত! গত মৌসুমে লা লিগা শিরোপা জেতা হয়নি রিয়াল মাদ্রিদের। তবে ঘরোয়া আসর কোপা ডেল’রে ও রেকর্ড দশমবারের মতো চ্যাম্পিয়ন্স লীগ জেতে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। এবারের মৌসুমে একটি শিরোপাও জুটছে না গ্যালাক্টিকোদের। গতবারের মত এ মৌসুমেও দুর্দান্তভাবে শুরু করেছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। কিন্তু বিদায় নিতে হয়েছে সব আসরের ফাইনালের আগেই। একমাত্র আশা ছিল, লা লিগা।
×