ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খরার কারণে

প্রকাশিত: ০৬:২৫, ১৯ মে ২০১৫

খরার কারণে

ক্যালিফোর্নিয়ায় চতুর্থ বছরের মতো খরা চলছে। সুইমিংপুল তৈরি বা তাতে পানি সংরক্ষণ ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সাউথ প্যাসাডেনা শহরের একটি স্কুলে সুইমিংপুল সংস্কার করে তাতে এখন সুপেয় পানি রাখা হবে। এ জন্য পুলের আগের ক্লোরিন মিশ্রিত পানি স্থানীয়দের দিয়ে দেয় হচ্ছে, তারা এগুলো বাগান বা কৃষিক্ষেতে ব্যবহার করবে। -এএফপি টয়োটা সিটি বিশ্বের বৃহত্তম গাড়ি উৎপাদনকারী কোম্পানিটি এবার তাদের রেকর্ড পরিমাণ মুনাফার কথা জানিয়েছে। তারা আরও জানিয়েছে গত বছরের তুলনায় এ বছর তারা এক কোটি বেশি গাড়ি বিক্রি করেছে। মধ্যাঞ্চলীয় শিল্প শহর নাগোয়ার পূর্বদিক তারা এবার গড়েছে টয়োটা সিটি। এর বাসিন্দার সংখ্যা ৪ লাখ ২২ হাজার। কোম্পানিটি এবার চালু করতে যাচ্ছে হার্মোনিয়াস মোবিলিটি নেটওয়ার্ক সংক্ষেপে হামো। -এএফপি
×