ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জুয়েলের আলোকচিত্র প্রদর্শনীর আজ শেষ দিন

প্রকাশিত: ০৬:৩০, ১৯ মে ২০১৫

জুয়েলের আলোকচিত্র প্রদর্শনীর আজ শেষ দিন

স্টাফ রিপোর্টার ॥ গ্রাম-বাংলার চিরচেনা দৃশ্য, বিশেষ করে, বৃষ্টিদিন, ঝরাপাতা, নদী-নৌকো, নৈসর্গিক চিত্রবীথি। দেখে দর্শকদের চোখ জুড়ে যায়। এমন সব ছবির প্রদর্শনীতে মুগ্ধ দর্শক। এ প্রদর্শনীর মাধ্যমে অন্য শিল্পীকে খুঁজে পায় দর্শক। ‘হৃদয়ে পথ হেঁটেছে’ শীর্ষক প্রদর্শনীতে স্থান পাওয়া ছবিগুলোতে গ্রাম-বাংলার বিভিন্ন চিত্র এক ভিন্ন মেজাজের কাব্যিক ডাইমেনশন তিনি তুলে আনার চেষ্টা করেছেন শিল্পী সঙ্গীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। বাছাইকৃত শতাধিক ছবি এ চিত্র প্রদর্শনীতে ঠাঁই পায়। জুয়েল গানের সঙ্গে জড়িত এটা সবারই কম বেশি জানা। কিন্তু তিনি যে শখের বশে ছবিও তোলেন সেটি নতুন করে দর্শক শ্রোতারা জানলেন এ প্রদর্শনীর মাধ্যমে। জানা গেছে বিগত প্রায় সাত বছর ধরে জুয়েল নিজের ক্যামেরায় চলতি পথে নানা ধরনের ছবি তুলেছেন। পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর ফাঁকে ফাঁকে এমন সব ছবি যা এক অনন্য ডকুমেন্টস হয়ে আছে। সেসব ছবি নিয়ে গুলশান-১ এ বেজ গ্যালারি ভবনের, ব্যাংক এশিয়ার ৬ তলায় রেডিয়াস সেন্টারে চার দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়। আজ প্রদর্শনীর শেষ দিন। জুয়েল বলেন, আমি পেশাদার ফটোগ্রাফার নই। যখনই কোথাও বেড়াতে কাজে গিয়েছি ক্যামেরাটা ছিল আমার একান্ত সঙ্গী। আমার চলতি পথে যেখানে চোখ থমকে গেছে সেখানেই ক্যামেরার আলো ফেলার চেষ্টা করেছি। এবং প্রদর্শিত ছবিগুলো তারই প্রতিবিম্ব। প্রদর্শনীতে দর্শক সাধারণের ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন শিল্পী জুয়েল। এর আগে শনিবার এ প্রদর্শনীর উদ্বোধন করেন আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। জুয়েল নিজের বিগত দিনের কাজসহ তার সব ধরনের গান এবং ব্যক্তিগত যাবতীয় তথ্য নিয়ে একটি ওয়েব সাইটও করেছেন। একইস্থানে এবং একই সময়ে তার ওয়েবসাইট িি.িযধৎলববিষ.সব উদ্বোধন করা হয়। ওয়েবসাইটটি উদ্বোধন করেন জুয়েলের বাবা রেজাউল করিম, মা কোহিনূর করিম এবং সঙ্গীত তারকা আইয়ুব বাচ্চু। এছাড়া একইদিনে জুয়েল দীর্ঘ পাঁচ বছর পর নতুন একটি গান শ্রোতাদের উপহার হিসেবে তুলে দেন। গানটি (অডিও এবং ভিডিও) শ্রোতারা জুয়েলের ওয়েবসাইট থেকে ফ্রি ডাউনলোড করতে পারবেন।
×