ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দিনাজপুরে ইউপি চেয়ারম্যানসহ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রকাশিত: ০৬:৩৬, ২০ মে ২০১৫

দিনাজপুরে ইউপি চেয়ারম্যানসহ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ পার্বতীপুর উপজেলায় ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ২টি ভোট কেন্দ্রে নির্বাচনী সহিংসতার অভিযোগে পৃথক ২টি মামলা করা হয়। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেনসহ ৪২ জনকে আসামি করে মঙ্গলবার আদালতে বিস্ফোরক আইনে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। দিনাজপুর আদালত সূত্রে প্রকাশ, মঙ্গলবার বেলা ১১টায় পার্বতীপুর মডেল থানার এসআই আব্দুল হাকিম এই ২টি চাঞ্চল্যকর মামলার তদন্ত শেষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন শাদোসহ (৪৫) ৪২ জন জামায়াত-বিএনপি ক্যাডারদের বিরুদ্ধে আদালতে বিস্ফোরকদ্রব্য ও ফৌজদারি আইনে অভিযোগপত্র দাখিল করেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল বারী অভিযোগপত্র ২টি গ্রহণ করে পালিয়ে থাকা আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। মামলায় অভিযোগপত্রে ৪২ জন আসামির মধ্যে ১৯ জন আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। অপর ২৩ জন আসামি পলাতক রয়েছে। এই ২টি মামলায় ইউপি চেয়ারম্যান শাদোকে আসামি করা হয়েছে। তিনি পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। টুসি হত্যার বিচারের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ আলোচিত গৃহবধূ সোনিয়া আশরাফ টুসি হত্যার বিচার দাবিতে তার সহপাঠীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সরকারী কলেজের ইংরেজী বিভাগের উদ্যোগে নিহত মেধাবী ছাত্রী টুসির সহপাঠীরা হত্যাকা-ের প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করে। এ কর্মসূচীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।
×