ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ৮ পত্রিকার ডিক্লারেশন বাতিল

প্রকাশিত: ০৬:১৫, ২১ মে ২০১৫

মুন্সীগঞ্জে ৮ পত্রিকার ডিক্লারেশন বাতিল

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ নিয়মিত পত্রিকা প্রকাশ না করায় বুধবার মুন্সীগঞ্জের আট পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে। বাতিলকৃত পত্রিকাগুলো হচ্ছে-দৈনিক দেশসেবা (সম্পাদক, জাহাঙ্গীর হাবিবউল্লাহ), সাপ্তাহিক মুন্সীগঞ্জ (সম্পাদক- এএফএমএ রহমান), সাপ্তাহিক মুন্সীগঞ্জ সংবাদ (সম্পাদক- শহীদ-ই-হাসান তুহিন), সাপ্তাহিক বিক্রমপুর সংবাদ (সম্পাদক- মুহাম্মদ আজিম হোসেন), সাপ্তাহিক কাগজের খবর (সম্পাদক- এসকে এমডি জাকির হোসেন সুমন), সাপ্তাহিক মুন্সীগঞ্জের বাণী (সম্পাদক- মোঃ আব্দুল হাকিম), সাপ্তাহিক সত্যপ্রকাশ (সম্পাদক- জসিমউদ্দিন দেওয়ান), পাক্ষিক খোলা কাগজ (সম্পাদক-আব্দুল বাতেন)। এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম শওকত আলম মজুমদার জানান, এসব পত্রিকা ছাপাখানা আইন অনুযায়ী ছাপা হচ্ছিল না। এর আগে পত্রিকা কর্তৃপক্ষকে এ সংক্রান্তে কারণ দর্শানোর নোটিস প্রদান করা হয়। কিন্তু এতেও কোন সুফল আসেনি। বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা (ডিক্লারেশন ও রেজিস্ট্রেশন) আইনের নিয়মাবলী লঙ্ঘন করায় পত্রিকাগুলোর ডিক্লারেশন বাতিল করা হয়। এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট সম্পাদকসহ সারাদেশে জারি করে হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইনের ২৬ ধারা অনুযায়ী পত্রিকা প্রকাশিত হওয়া মাত্রই জেলা প্রশাসকের কার্যালয়ে পত্রিকার কপি অবশ্যই জমা দিতে হবে। অন্যথায় ধরে নেয়া হবে পত্রিকাটি প্রকাশিত হচ্ছে না। বঙ্গবন্ধু মেডিক্যালে মুক্তিযোদ্ধা সেল গঠন স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সুচিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা সেল গঠন করা হয়েছে। এখানে স্বল্পমূল্যে, প্রয়োজনে বিনামূল্যে সুচিকিৎসা প্রদান করা হবে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের নিচতলায় মুক্তিযোদ্ধা সেলের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক মোঃ রুহুল আমিন মিয়া, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ মোঃ আসাদুল ইসলাম, পরিচালক (হাসপাতাল) ব্রিগে. জেনারেল মোঃ আব্দুল মজিদ ভূঁইয়া (অব), প্রধান প্রকৌশলী শ্রীকান্ত রায় এবং অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডাঃ মোঃ নাজমুল করিম।
×