ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইংলিশ ক্রিকেট প্রশাসন এখন কসাইখানা ॥ বয়কট

প্রকাশিত: ০৬:৪৬, ২১ মে ২০১৫

ইংলিশ ক্রিকেট প্রশাসন এখন কসাইখানা ॥ বয়কট

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ ক্রিকেটের গর্বিত সেই ঐতিহ্য এখন আর নেই। ক্রমেই তা মানহীন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জিওফ বয়কট। শুধু তাই নয়, ব্রিটিশ দৈনিক ‘ডেইলি টেলিগ্রাফ’ এ তার কলামে বয়কট বলেছেন ইংলিশ ক্রিকেটের প্রশাসন এখন কসাইখানায় পরিণত হয়েছে। এ বিষয়ে তিনি লেখেন, ‘গত ছয় মাস যেভাবে কেটেছে ইংলিশ ক্রিকেটের জন্য তা খুবই দুঃখজনক। ক্রমেই আমাদের ক্রিকেট মানহীন হয়ে পড়েছে। আর আমাদের ক্রিকেটের প্রশাসন কসাইখানায় পরিণত হয়েছে।’ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড অনুষ্ঠিত বিশ্বকাপে একেবারেই নিষ্প্রভ ছিল ইংল্যান্ড। গ্রুপ পর্ব থেকেই লজ্জাজনকভাবে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে তারা। একাদশতম বিশ্বকাপের ব্যর্থতা ঘুুচাতেই ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল এ্যালিস্টার কুকের দল। কিন্তু সেখানেও ব্যর্থ হয় তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও ১-১ ব্যবধানে হতাশাজনক ড্র। এর ফলেই চাকরি হারাতে হয় দলের কোচ পিটার মুরসকে। পারফর্মেন্সের দুঃসময়ের মাঝে, মাথার ওপর এসে পড়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বনাম কেভিন পিটারসেন ইস্যু। সাবেক ও বর্তমান অধিনায়কদের রোষানোল। যে কারণে প্রধান কোচহীন বর্তমান ইংল্যান্ড দল অনেকটাই অনিশ্চয়তার মধ্যে ঘুরপাক খাচ্ছে। বাইরের রোষানোল যে দলের মধ্যেও প্রভাব ফেলবে তা অনেকটাই অনুমেয়। তবে ইংল্যান্ডের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান জিওফ বয়কট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে অধিনায়ক এ্যালিস্টার কুকের ভূমিকা নিয়েও সংশয় প্রকাশ করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলতে চার জন্য সিমার নিয়ে যাওয়াটা ছিল তার জন্য অবিশ্বাস্য ধরনের বোকামি। কুক যদি সেখানকার পিচ নিয়েও আরও গবেষণা করত তাহলে ইংল্যান্ড আরেকজন স্পিনার নিতে পারত। এবং আশা করি সিরিজের তিন ম্যাচই জিতত।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়েছেন ইংলিশ বোলার জেমস এ্যান্ডারসন। ক্যারিবিয়ান সফরে তার বোলিং নৈপুণ্যে মুগ্ধ-বিমোহিত ৭৪ বছর বয়সী বয়কট। তবে তার ওপর দল যে অতিরিক্ত নির্ভরশীল সে বিষয়েও মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে বয়কট বলেন, ‘এ্যান্ডারসনের পারফর্মেন্স প্রশংসনীয়। কিন্তু তার উপর অতিরিক্ত নির্ভরশীলতা মোটেই সাফল্যের জন্য রেসিপি হতে পারে না।’ দলের এই কঠিন অবস্থাতেই আজ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামছে ইংল্যান্ড।
×