ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্বেচ্ছাসেবকরা সমাজের ইতিবাচক পরিবর্তনকারী

প্রকাশিত: ০৭:০১, ২১ মে ২০১৫

স্বেচ্ছাসেবকরা সমাজের ইতিবাচক পরিবর্তনকারী

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২০ মে ॥ জার্মান রাষ্ট্রদূত থোমাস প্রিন্স বলেছেন, ‘স্বেচ্ছাসেবকরা সমাজের ইতিবাচক পরিবর্তনকারী। তারা সমাজের মেরুদ-।’ জার্মানরা ঐতিহ্যগতভাবে স্বেচ্ছাসেবাকে গুরুত্ব দেয়। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা পি ভি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বুধবার দুপুরে ঘূর্ণিঝড়ের ক্ষতি কমানোর লক্ষ্যে ‘স্বেচ্ছাসেবকদের আগাম প্রস্তুতিবিষয়ক’ এক অনুষ্ঠানে তিনি এসব বলেছেন। বেসরকারী উন্নয়ন সংস্থা বাংলাদেশের ওয়েভ ফাউন্ডেশনের কোস্টাল লাইভলিহুড এ্যাডাপটেশন প্রজেক্ট (ক্ল্যাপ), জার্মান সরকারের উন্নয়ন সংস্থা জিআইজেড ও জার্মান উন্নয়ন ব্যাংক কেডব্লিউএফ-এর সহযোগিতায় পটুয়াখালীর ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় ২০১০ সাল থেকে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ দিয়ে আসছে। তাদের আয়োজনে নীলগঞ্জে এ মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় ঘূর্ণিঝড়ের সময় স্বেচ্ছাসেবকদের ভূমিকা ও স্থানীয়দের আগাম প্রস্তুতির মহড়া প্রদর্শন করা হয়। ক্লাপের প্রধান উপদেষ্টা ড. পূর্ণিমা ডরিস চট্টোপাধ্যায় দত্ত ওই অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য রাখেন। উদ্যোক্তা বিয়ষক কর্মশালা নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ২০ মে ॥ মোহনগঞ্জ যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে বুধবার সকালে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা উপজেলা হলরুমে ইউএনও মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আ.খ.ম শফিকুল হক। বক্তব্য রাখেন যুব উপ-পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী পরিচালক ওয়েছ ইয়ার খান, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মাফিজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ। স্বাস্থ্য শিক্ষা উন্নয়নে প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২০ মে ॥ ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর হেলথ একুকেশন এ্যান্ড প্রমোশন কার্যক্রমের আওতায় ৩ দিনব্যাপী দুই ব্যাচে স্বাস্থ্য শিক্ষা ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ চলছে। জেলার নার্স, স্যাকমো, স্যানিটারি ইন্সপেক্টর, স্বাস্থ্য পরিদফতর, সহকারী স্বাস্থ্য পরিদর্শকসহ প্রতি ব্যাচে ৩০ জন করে প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। গত ১৬ মে থেকে এই প্রশিক্ষণ শুরু হয়েছে।
×